Beldanga News জাতীয় সড়কে মর্মান্তিক বাইক দুর্ঘটনা

Published By: Imagine Desk | Published On:

Beldanga News বেলডাঙার সুরুলিয়াতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ গেল যুবকের। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দুই যুবক মির্জাপুরের বাড়ি থেকে বাইকে করে বড়ুয়ার মোড়ে যাচ্ছিল। পথে সুরুলিয়া এলাকায় জাতীয় সড়কের ধার দিয়ে যাওয়ার সময় বাইক থেকে রাস্তায় ছিটকে পরে আসমান সেখ।  এরপরেই ঘটে যায় মর্মান্তিক পরিণতি। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ যায় ঐ যুবকের। আহত হন আসমান সেখের সাথে থাকা আরও এক যুবক। আহতকে প্রথমে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এক প্রত্যক্ষদর্শী বিটন সেখ জানান, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। অকালে প্রাণ গেল তরতাজা যুবকের। ঘাতক লরি সহ চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। শোকস্তব্ধ মৃতের পরিবার।