Beldanga News মুর্শিদাবাদের বেলডাঙায় ওষুধের দোকানে আচমকাই জেলা ড্রাগ কন্ট্রোল বিভাগের অভিযান। স্ক্যান করে দেখা হল ওষুধের কিউ আর কোড এবং ব্যাচ নম্বর। রোগীদের জাল ও নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। মঙ্গলবার দুপুরে বেলডাঙা গ্রামীণ হাসপাতালের সামনে একাধিক ওষুধের দোকানে আচমকাই হানা দেয় জেলা ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা। সাথে ছিলেন বেলডাঙা ১ নম্বর ব্লকের বিডিও। কথা বলেন ব্যবসায়ীদের সাথেও।
Beldanga News এদিনের অভিযান প্রসঙ্গে জেলা ড্রাগ কন্ট্রোলের আধিকারিক আনন্দ বোস জানান, সাধারণ মানুষ যাতে সঠিক ওষুধ পান সেটা দেখতেই এই অভিযান। হাসপাতালের সামনে এইসব দোকানে মাঝে মধ্যেই অভিযান চলে। এখানে স্ক্যান করে দেখা হল ওষুধের কিউ আর কোড আর ব্যাচ নম্বর।
Beldanga News বেলডাঙা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান, সাধারণ মানুষের অভিযোগ পেয়েই রুটিন মেনে এই অভিযান চলে। যাতে সাধারণ মানুষ নির্ভেজাল ওষুধ পান, কোনরকম জাল কারবার চলছে কিনা- সেটা খতিয়ে দেখা হয় ধারাবাহিকভাবে অভিযানের মাধ্যমে। আচমকা এই অভিযানে অস্বস্তিতে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। উৎকণ্ঠায় থাকেন দোকানে আসা ক্রেতারাও। ওষুধ ব্যবসায়ী মহম্মদ উলফার জামান জানান, তদন্তকারীরা এসেছিলেন। বিভিন্মান নথি খতিয়ে দেখেন, জিজ্ঞাসাবাদ করেন। সরেজমিনে দেখেন বিভিন্ন ওষুধ। সচেতন করেন।