এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga News চাকরিহারা শিক্ষকদের ফেরাতে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

Published on: June 3, 2025
Beldanga News

Beldanga News  ন’মাসের জন্য নয়! স্থায়ীভাবে শিক্ষক শিক্ষিকাদের চাই- স্কুলের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বসে সুর চড়াল ছাত্র ছাত্রীরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার মুর্শিদাবাদেবেলডাঙায়। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরতের দাবিতে পথে নামল ছাত্র-ছাত্রীরা । এদিন মুর্শিদাবাদের বেলডাঙা দেবপুর হাইস্কুলের ছাত্র ছাত্রীরা হাতে প্লাকার্ড নিয়ে স্কুলের গেটে বিক্ষোভ দেখায়। তাদের দাবী, বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরত দিতে হবে। স্থায়ী ভাবে আগের অবস্থায় ফেরাতে হবে স্কুলের পড়াশোনা। 

Beldanga News  দেবপুর হাইস্কুলে মোট ৩২ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে  চাকরি বাতিল হয়েছে ৬ জন শিক্ষক শিক্ষিকার।  পড়ুয়াদের অভিযোগ, শিক্ষকের অভাবে স্কুলে পড়াশোনা ব্যহত হচ্ছে। এদিন বিক্ষোভ দেখায় ক্লাস টেনের ছাত্র ছাত্রীরাও। তাদের অভিযোগ, মাধ্যমিকের প্রস্তুতি নেই। শিক্ষকের অভাবে নিয়ম মাফিক ক্লাস হচ্ছে না। ছাত্র ছাত্রীদের দাবী, ৩১শে ডিসেম্বর পর্যন্ত নয় স্থায়ী ভাবেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরাতে হবে।

Beldanga News  পড়ুয়াদের বিক্ষোভের জেরে স্কুলে ঢুকতে না পেরে বাইরেই দাঁড়িয়ে থাকলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সকাল থেকে শুরু হয় বিক্ষোভ। বেলা গড়িয়ে দুপুর হলেও নিজেদের দাবীতে অনড় স্কুল পড়ুয়ারা। তীব্র গরমে কড়া রোদ মাথায় নিয়ে জাস্টিস এর দাবি ওঠে।  ছাত্র ছাত্রীদের পাশে দাড়িয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। দেবপুর হাইস্কুলের টিচার ইন চার্জ বরুণ কুমার দে জানান,   ২০১৬ SSC প্যানেলে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের ফেরাতে পড়ুয়ারা  প্রতিবাদ জানায়। স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায়। এস আই, ডি আই, আই সি, বিডিও সকলকেই জানানো হয়েছে। ছাত্র ছাত্রীদের দাবি ন্যায্য। পড়াশোনা ব্যহত হচ্ছে বলেই এই দাবি করছে তারা।

Beldanga News  পড়ুয়াদের বিক্ষোভের খবর পেয়ে স্কুলে যান  মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের করণ মাধ্যমিক শিক্ষা দপ্তরের আধিকারিক। ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন।  শোনা হয় দাবি। এরপর বেলা ২টো নাগাদ বিক্ষোভ তুলে নেয় ছাত্র ছাত্রীরা। শিক্ষা দপ্তর আধিকারিক দেবনারায়ন শেঠ জানান, ছাত্র ছাত্রীদের কী বক্তব্য শোনার জন্য এসেছিলাম। শুনলাম। লিখিত ভাবে বক্তব্য প্রধান শিক্ষকের কাছে জমা দিতে বলা হয়েছে। পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now