Beldanga News সাত সকালে শিউরে ওঠার মতো দৃশ্য মুর্শিদাবাদের বেলডাঙায়। রেহাই পেল না ফুটফুটে সাত বছরের সন্তানও। সকালেই দরজা খুলতে দেখে গেল মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে এক গৃহবধূ ও সন্তান । আর ঘরেই মিলল স্বামীর ঝুলন্ত দেহ। । বেলডাঙায় থানার Beldanga PS আন্ডিরন হালদারপাড়ার এক বাড়িতে উদ্ধার হল স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ। ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
Beldanga News মৃতদের নাম সনজিৎ হালদার (৪০), মৌসুমী হালদার (২৮), রায়হান হালদার ( ৭)। ঘটনাস্থাল দেখে অনুমান করা হচ্ছে, সনজিৎ হালদার প্রথমে স্ত্রী মৌসুমী হালদার এবং সাত বছরের সন্তান রায়হান হালদারের গলা কেটে প্রথমে তাঁদের হত্যা করেন। এরপর নিজে সিলিং ফ্যানে ঝুলে পড়ে।
Beldanga News প্রতিবেশীদের দাবি, পারিবারিক অশান্তি ছিল। কিন্তু এই ধরণের ঘটনা ঘটবে সেটা কেউ ভাবে নি। স্থানীয় বাসিন্দা মঙ্গল হালদার বলেন, কয়েকদিন আগেও পুজোতে Durga Puja 2025 আনন্দ করেছে। জামা কাপড় কিনেছে। এই রকম ঘটনা ঘটে যাবে কেউ বুঝতে পারিনি। জানা গিয়েছে, ভোরে সনজিৎ হালদারের মা প্রথমে এই দৃশ্য দেখেন। তিনিই খবর দেন পড়শিদের।