Beldanga News বন্ধুর সাথে দোকানে আড্ডা। তারপর শীতের রাতে বন্ধুর সাথে বেরিয়ে এমন কী ঘটল যে আর বাড়িই ফিরল না যুবক! ধোঁয়াশায় পরিবার। খোঁজ করেও মেলেনি কোন সন্ধান। শুক্রবার সকালে যা দেখে শোরগোল এলাকায়। নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেলডাঙা থানার অন্তর্গত ভাবতা পুলের ধার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম সারোয়ার শেখ। ভাবতা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, সারোয়ার সেখ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বন্ধুর সাথে বেড়িয়ে যায়। সারা রাত পেড়িয়ে গেলেও বাড়ি ফিরে আসেনি ঐ যুবক। শুক্রবার সকালে ভাবতা পুলের ধারে একটি মদের দোকানের পাশ থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। উদ্ধার হয়েছে মোটর বাইকও।
আরও পড়ুন– Sagardighi News বাড়ির অন্দরে এই কাণ্ড! পর্দাফাঁস হতেই যা এল সামনে

Beldanga News মৃতের পরিবার কী বলছে?
Beldanga News মৃতের এক আত্মীয় মহম্মদ আকমাল হোসেন বলেন, গত রাতে সারোয়ার সেখ ও তাঁর এক বন্ধু আমির হোসেন একটা দোকানে বসে চা খায়। বন্ধুর বাইক নিয়ে ভাবতা পুলের ধারে একটা কাউন্টারে যায় সারোয়ার। তারপর আর বাড়ি ফেরেনি। ফোন করা হলে রিসিভ করেনি। কী ঘটেছে পুলিশ তদন্ত করে দেখুক।
Beldanga News বেলডাঙা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্যকিছু! কীভাবে যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।









