Beldanga News মুর্শিদাবাদের বেলডাঙায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ । বুধবার মাঝরাতে ভাবতা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বেলডাঙার খিদিরপুরের বাসিন্দা আজিমুদ্দিন শেখকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি পিস্তল, ৩ টি ওয়ান শাটার পাইপ গান। উদ্ধার হয়েছে ২ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি। দায়ের হয়েছে মামলা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মাঝরাতে অভিযান চালায় পুলিশের পেট্রোলিং ভ্যান। বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান, ওই ব্যক্তির নামে আগেও অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। অপরাধের উদ্দেশ্যেই রওনা দিচ্ছিলেন ওই ব্যক্তি। এদিন অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।









