এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga News সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরব PM নরেন্দ্র মোদী, প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি অভিষেকের

Published on: January 17, 2026
Beldanga News

Beldanga News  বেলডাঙায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  PM Narendra Modi । শনিবার মালদায় জনসভা করেন প্রধানমন্ত্রী। জনসভা মঞ্চ থেকেই   শুক্রবার বেলডাঙায় ঘটে যাওয়া সাংবাদিক নিগ্রহের ঘটনায় প্রতিক্রিয়ায় বলেন, “একজন মহিলা সাংবাদিকের সাথে তৃনমূলের গুণ্ডারা কীরকম অভদ্রতা করেছে। তৃনমূলের রাজত্বে স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয়েও মেয়েরা সুরক্ষিত নয়। এখানে শাসন, প্রশাসনে নির্মমতা এত যে মেয়েদের কোন শুনানি হয়না। পীড়িতদের কথায় কথায় কোর্টে যেতে হয়। এই পরিস্থিতিকে বদলাতে হবে। এই কাজ কে করবে? এই কাজ আপনাদের এক ভোট করবে।”

Beldanga News শনিবারই বহরমপুরে রোড শো , সভা করেন তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়  Abhisekh Banerjee। সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রসঙ্গে তিনি দাবি করেন এই ধরনের ঘটনাকে সমর্থন করে না তৃনমূল কংগ্রেস। পাল্টা অভিষেকের নিশানায় বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কালকেও সংবাদমাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে আজকেও হয়েছে। আমি দলীয় ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ধরনের ঘটনাকে তৃনমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না। কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল! তার কথা শুনে আইন নিজে হাতে তুলে নি আঁখেরে লাভ কিন্তু বিজেপির। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে ২০১৯ সালে সেই বিজেপির প্রার্থী ছিল। বিজেপির সাথে কার যোগাযোগ? তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে।”

Beldanga News  সুর চড়িয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীও। তিনি বলেন, “প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হবে পেশার তাগিদে। একটা মেয়েকে পুলিশের সামনে প্রকাশ্য রাস্তায় মধ্যযুগীয় কায়দায় যদি অত্যাচার করতে পারে, সে মেয়েটা কথা বলতে পারছেনা! কোন সমাজে বাস করছি আমরা ? কীসের সমাজ ? আমাদের ঘরে তো মা, বোন মেয়ে আছে। এরকম হলে মানব কেন আমরা?”

Beldanga News  উল্লেখ্য,  শুক্রবার বেলডাঙায় উন্মত্ত জনতার রোষে ফের সংবাদ মাধ্যম। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত Zee ২৪ ঘন্টার সাংবাদিক সোমা মাইতি। আক্রান্ত চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো। রাস্তায় ফেলে চলে বেধরক মার। কেড়ে নেওয়া হয় বুম, ক্যামেরা। আছড়ে ভেঙে ফেলা হয় মোবাইল ফোন। সাংবাদিকদের টেনে, হিঁচড়ে মার উন্মত্ত জনতার। কোনরকমে প্রাণে বাঁচেন আক্রান্ত সাংবাদিকরা। অভিযোগ, নীরব দর্শকের ভূমিকায় থাকে পুলিশ। শুক্রবার সকাল থেকেই ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি ছিল বেলডাঙায়। আর সেখানেই খবর সংগ্রহ করতে গিয়েই আক্রান্ত হন সাংবাদিকরা। শনিবার সকাল থেকেও রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা। লাগাতার অবরোধ, তাণ্ডব চলে কয়েক ঘণ্টা। বড়ুয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ হয়। অন্যদিকে রেল লাইনেও চলে তান্ডব। বিক্ষোভকারীদের দাবি বিহারে ফের আক্রান্ত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।  মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে রাস্তায় নামে বিশাল পুলিশ বাহিনী, হয় লাঠিচার্জ। অ্যাকশন মোডে দেখা যায় পুলিশকে। রেললাইন, রাস্তায় টহল চলে।  পুলিশের দাবি বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন সিসিটিভি দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করে ধরা হবে।

Beldanga News  অন্যদিকে সাংবাদিক নিগ্রহের ঘটনার পর থেকেই তৃনমূল থেকে কংগ্রেস, বিজেপি, সিপিএম- বিভিন্ন রাজনৈতিক দল নিন্দায় সরব।একে ওপরের দিকে অভিযোগের আঙুলও তুলেছেন কেউ কেউ। যদিও রাজনীতির উর্ধে সংবাদমাধ্যমের কর্মীরা চাইছেন নিরাপত্তা, নিশ্চয়তা, সুরক্ষা। সাংবাদিক সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোর উপর আক্রমণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now