Beldanga News বেলডাঙা কান্ডে এবার গ্রেফতার সৌকত আলি আলবেনি। ঘটনাস্থলে না থেকেও দূর থেকে উস্কানিমূলক পোস্ট করে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার করল মুর্শিদাবাদ পুলিশের সাইবার শাখা। আলবেনি দুদিনের একদিনও কোনো ঘটনাস্থলেই ছিল না। কিন্তু গত বৃহস্পতিবার রাতে তাঁর করা সোস্যাল মিডিয়া পোস্ট থেকেই উস্কানি ইন্ধন পেয়েছে। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতকে হেফাজতে চেয়ে শুক্রবার আদালতে পাঠায় পুলিশ। ১৬ জানুয়ারী বেলডাঙায় পথ অবরোধের আগের দিন এই ব্যক্তিই সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই সৌকত আলি আলবেনির খোঁজ শুরু করেছিল পুলিশ। বৃহস্পতিবার গোপন ডেরা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন– Beldanga News বেলডাঙায় অশান্তির ঘটনায় বাড়ছে ধৃতের সংখ্যা
Beldanga News পুলিশ সূত্রে জানা গেছে, ফোনে দাবি করেছিল ঝাড়খন্ডে আছে সে। যদিও, পুলিশের দাবি মুর্শিদাবাদে একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল আলবেনি। মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা চাঞ্চল্যকর অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শওকত আলি আলবেনি বেলডাঙা থানার অন্তর্গত জালালপুরের মেদেরধারের বাসিন্দা। তার বাবার নাম হায়দার আলি। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি বিশেষ দল একটি গোপন ডেরায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে।

Beldanga News উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ ঘিরে শুক্রবার অশান্ত হয়ে ওঠে মহেশপুর। দফায় দফায় চলে রাস্তা অবরোধ। ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ ১২ নম্বর জাতীয় সড়ক, বন্ধ ট্রেন চলাচলও। উত্তাল বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম। শুক্রবারের পর শনিবারও অশান্ত হয়ে ওঠে বেলডাঙা। শনিবার সকাল থেকে বেলডাঙায় লাগাতার অবরোধ, তাণ্ডব চলে। বড়ুয়া মোড়ে জাতীয় সড়কে চলে অবরোধ। অন্যদিকে রেল লাইনেও চলে তান্ডব। পরে অ্যাকশনে নামে পুলিশ। এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।











