এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga News বেলডাঙায় অশান্তির ঘটনায় বাড়ছে ধৃতের সংখ্যা

Published on: January 20, 2026
Beldanga News 

Beldanga News ১৬ এবং ১৭ জানুয়ারি  মুর্শিদাবাদের বেলডাঙায় Beldanga অশান্তির ঘটনায় গ্রেফতার করা হল আরও ৫ জনকে। এখনও পর্যন্ত বেলডাঙায় অশান্তিতে গ্রেফতার  করা হল মোট ৩৬ জনকে।  পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ ও সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। সোমরাত রাতেও বিভিন্ন এলাকায় চালানো হয়েছে তল্লাশি। তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। ধৃতদের নাম নূর আলম সেখ, রবিউল ইসলাম, নূর আলম মোল্লা, লাদিম সেখ, তুফাইল সেখ।  মঙ্গলবার ধৃতদের বহরমপুরে আদালতে তোলা হয়। লাদিম সেখ, নূর আলম, রবিউল ইসলামের ১১ দিনের পুলিশ হেফাজত এবং তুফাইল সেখের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

আরও পড়ুনBeldanga News বেলডাঙায় অশান্তিতে ৯ জনকে হেফাজতে নিল পুলিশ, ২০ জনের জেল

ধৃতদের প্রিজন ভ্যান থেকে নামিয়ে তোলা হচ্ছে কোর্টে

 

Beldanga News  টানা দু’দিন অশান্তির পর স্বাভাবিক ছন্দে ফিরেছে বেলডাঙা।  অপ্রীতিকর ঘটনা এড়াতে রেজিনগর ও বেলডাঙার বিভিন্ন মোড়ে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও জেলা পুলিশ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে। হয় সিসিটিভি ফুটেজ দেখে, নয়তো ফেসবুক থেকে শনাক্ত করে অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ গ্রেফতার করা হয়েছে তাঁদের।

Beldanga News     আইনজীবী নীলাব্জ দত্ত  জানান, তিন দফায় এই মামলায় বিভিন্ন লোককে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছিল। গত রবিবার কোর্টে তোলা হলে ধৃতদের ২৮ তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল চারজনকে ধরা হয়েছিল। তাদেরও পুলিশ রিমান্ড অ্যালাউ হয় এবং ৩১ জানুয়ারি অবধি তাদের পুলিশ হেফাজতের অর্ডার হয়। ঠিক সেই ভাবেই আজকেও পুলিশ ৩ জনকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। তাদেরও ৩১ তারিখ অবধি পুলিশ রিমান্ডের অর্ডার রয়েছে। এই মামলায় দুজন আসামির জুভেনাইল ক্লেইম করে পিটিশন করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now