Beldanga News শুক্রবার দুপুর, ফাঁকা মাঠের এক পাশে ঝোপের আড়ালে উঁকি দিচ্ছিল দুটি ব্যাগ। ব্যাগের মধ্যে কী? কেই বা রেখেছে? হাজারো প্রশ্ন, কৌতূহল বাড়তে থাকে স্থানীয়দের মনে। ব্যাগে হাত দেওয়ার আগেই খবর চলে যায় থানায়। তারপর যা ঘটল! যা দেখে কার্যত চমকে উঠলেন বেলডাঙার মানুষ। ব্যাগের ভেতরে রাখা ছিল এত বোমা! দেখেই শিউরে উঠলেন বেলডাঙার কাপাসডাঙার বাসিন্দারা।
Beldanga News এত বোমা উদ্ধার!
Beldanga News দুটি ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে কাপাসডাঙা দীঘিরধার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুটি ব্যাগে রাখা ছিল ২০টি বোমা। স্থানীয়রা দীঘিরধার এলাকায় মাঠে সন্দেহজনক অবস্থায় একটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করা হয়।

Beldanga News ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল স্কোয়াড
Beldanga News খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলডাঙা থানার পুলিশ। এরপরেই বম্ব ডিসপোজাল স্কোয়াড Bomb Disposal Squad গিয়ে উদ্ধার হওয়া বোমা ফাঁকা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার মুর্শিদাবাদের ডোমকল ও রেজিনগরে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুজনের। ফের বেলডাঙায় বোমা উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Beldanga News আতঙ্কিত স্থানীয়রা
Beldanga News বিপদ ঘটার আগেই রক্ষে পেলেও কেন বোমা রাখা ছিল এলাকায়? এই প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দারা। কারা, কী উদ্দ্যেশ্যে ব্যাগ ভর্তি তাজা বোমা রেখেছিল? ঘনিয়েছে রহস্য। বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই এলাকায় নজরদারি বেড়েছে। উৎকণ্ঠা এবং আতঙ্কে থাকা স্থানীয়রাও চাইছেন কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে এলাকায় না ঘটে।