Beldanga News বিস্ফোরণে উড়ল ঘরের চাল! একি কাণ্ড বেলডাঙায়

Published By: Imagine Desk | Published On:

Beldanga News শনিবার ভর দুপুরে  মুর্শিদাবাদের বেলডাঙার সুরুলিয়া গেটপাড়া এলাকায় বিস্ফোরণে উড়ল রান্নাঘরের চাল। বিস্ফোরণের পরেই আগুন লেগে যায়। এই ঘটনায় আহত হন দুই প্রতিবেশী।  স্থানীয় সূত্রে  জানা গেছে, এদিন দুপুরে গেটপাড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে ধোঁয়া দেখেন প্রতিবেশীরা। জল দিয়ে তা নেভাতে গেলেই রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতেই আহন হন দুই প্রতিবেশী।

Beldanga News স্থানীয়দের দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গ্যাস সিলিন্ডার ফেটেই কি বিস্ফোরণ? খতিয়ে দেখছে বেলডাঙা থানার পুলিশ।