Beldanga News পরিবেশ সুস্থ থাকলে আমাদের জীবনও হবে সুন্দর, সতেজ। এই ভাবনা ওদের মনেও জাগিয়ে তুলতে বিশেষ এক উদ্যোগ। আর পাঁচ জনের মতো ওরা দু চোখ মেলে সবুজ, সতেজ, স্নিগ্ধতা না দেখলেও মনের আঙিনায় দেখল সবুজের সমারোহ। ২১ শে জুলাই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হল বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন দৃষ্টিহীন পড়ুয়ারা। এই ভাবনা, উদ্যোগ মাস এডুকেশন , পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পোষিত ঝুনকা প্রতিবন্ধী আলোক নিকেতনে। বিশেষভাবে সক্ষম শিশু যারা পৃথিবীর আলো দেখে মনের ছবি দিয়ে। সেইসব শিশু, কিশোরদের নিয়ে মহাসমারোহে পালিত হল বনমহোৎসব -অরণ্য সপ্তাহ ।
Beldanga News শুধু বৃক্ষরোপণ নয় এদিনের কর্মসূচীতে বাল্য বিবাহ , শিশুশ্রম, শিশুপাচার নিয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয়। হয় র্যালি ও প্রচার অভিযান। উপস্থিত ছিলেন – বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায়, বেলডাঙ্গা ১ ব্লকের বি ডি ও রবীন্দ্রনাথ অধিকারী, পুলিশ, প্রশাসনিক কর্তা সহ জনশিক্ষা প্রসার কর্তাব্যক্তি ও ঝুনকা স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মী।