Beldanga News ঈদের রাতে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। বাজি ফাটানোর সময় বাজির আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটল মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত দেবপুর নওদা গ্রামে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার রাত ৯ টা নাগাদ। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদ উপলক্ষে স্থানীয় কয়েকজন কিশোর বাজি পোড়ায়। সেই আগুনের ফুলকি গিয়ে পড়ে এলাকারই এক বাড়ির ছাদে। সেই ছাদে মজুত থাকা পাটকাঠি ও খড়ের পালায় আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে। ছড়িয়ে যায় আগুন। অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ি। খুশির ঈদে শোকের বাতাবরণ এলাকায়। স্থানীয়রা কোনরকমে আগুন আয়ত্তে আনে।