Beldanga News পাটের গুদামে বিধ্বংসী আগুন, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি  

Published By: Imagine Desk | Published On:

Beldanga News পাটের গুদামে বিধ্বংসী আগুন বেলডাঙায়। দাউ দাউ করে গুদামের মধ্যে জ্বলতে থাকে মজুত পাট। কালো ধোঁয়ায় ঢাকে চারিদিক। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বেলডাঙার বড়ুয়া বাগানপাড়া এলাকায় একটি পাটের গুদামে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বৃষ্টির মধ্যেই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন যুদ্ধকালীন তৎপরতায়। স্থানীয় দুত্রে জানা গিয়েছে, এই গুদামে প্রচুর পরিমানে পাট মজুত ছিল। সেই পাটে আগুন লাগে। এই আগুন দ্রুত ছড়িয়ে পরে গুদামের চারপাশে। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্মীরা। আগুনে পুড়ে নষ্ট হয় বহু মজুত করা পাট।