Beldanga News এক ব্যবসায়ীর মর্মান্তিক পরিণতি। মাথার ওপর ঋণের বোঝা! পাওয়ানাদারদের টাকা ফেরত দিতে না পেরে মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত যুবকের। সোমবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙার হিজুলি মাঠ পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা লালচাঁদ সেখ পুরনো মোবাইল বোর্ডের ব্যবসা করতেন । পরিবারের দাবী, মাথার ওপর ছিল ঋণের বোঝা। কিছুদিন ধরে তা নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন। সোমবার সকালে বাড়ির পাশেই তাঁরই গোডাউনের অফিস ঘর ঠেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এই ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি ঘর ঠেকে উদ্ধার করে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Beldanga News মৃতের ভাই আনোয়ার হোসেন জানান, পাওয়নাদারদের চাপ ছিল। মোটা অঙ্কের টাকাই ঋণ হয়েছিল। সেই চাই সামলাতে না পেরেই এই কাণ্ড ঘটিয়ে ফেলল কেউ কিছু বুঝে ওঠার আগেই। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শোকস্তব্ধ পরিবার , পরিজনেরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। শুধুই কী ব্যবসায়ীক ঋণের জেরে এমন ঘটনা নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে বেলডাঙা থানার পুলিশ।