এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga News চাষের জমিতে পোঁতা একি! যা দেখে ঘুম উড়ল এলাকার

Published on: October 28, 2025
Beldanga News

Beldanga News  জমি কিনেছেন, সেই জমিকে চাষের জন্য প্রস্তুত করছেন। আর প্রস্তুতি চলাকালীনই সামনে এল ভয়ঙ্কর কাণ্ড। কার্যত মাথায় হাত জমির মালিকের। চাষের জমি থেকে জার ভর্তি সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেলডাঙা থানার দলুয়া বাগধুলি এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে দলুয়া বাগধুলি গ্রামের এক কৃষক নিজের জমিতে লাঙ্গল চালাচ্ছিলেন। চাষের কাজ চলাকালীন হঠাৎ লাঙ্গলের ফলার সঙ্গে ধাতব জিনিসের মতো কিছু আটকে যায়। বিষয়টি দেখে তিনি সন্দেহ করেন। জারের ভেতরে বোমা আছে এই সন্দেহে ঘটনাস্থল ছেড়ে থানায় খবর দিলেন তড়িঘড়ি।

Beldanga News  আতঙ্কিত জমির মালিক কী জানিয়েছেন?

Beldanga News জমির মালিক মহম্মদ আবুল বাসার জানান, আট মাস হল জমি কিনেছেন। ঘাস, জঙ্গলে ভরে ছিল জমি। ঘাস কেটে নেওয়ার পর তিনদিন হল জমি হস্তান্তর হয়েছে। এই তিনদিন ধরেই পরিষ্কারের কাজ করছিলেন। রাই বোনার প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার এক শ্রমিক কাজেও লাগান,  কিছুক্ষনের জন্য নিজেই লাঙ্গল দিচ্ছিলেন জমিতে। দক্ষিন পূর্ব কোণে হঠাৎ লাঙ্গলের ফলা বেঁধে যায়। ঢাকনা ভেঙে উঠে আসে। পুলিশকে খবর দেওয়া হয়। কাজ করার সময় যদি বোমা ফেটে যেত তাহলে কী অবস্থা হত ভেবেই আতঙ্কিত। কে বা কারা এই কাজটা করেছে পুলিশ খোঁজ নিক।

Beldanga News  ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। জমির মালিক তড়িঘড়ি বেলডাঙা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এলাকা ঘিরে ফেলে বেলডাঙা থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, জার দুটির ভিতরে থাকা সকেট বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কে বা কারা এই বোমাগুলি মাটির নিচে পুঁতে রেখেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Beldanga News
মাটির নীচে পুঁতে রাখা জার

আরও পড়ুন –

Salar News সালারে ভবঘুরের পরিণতি ঘিরে প্রশ্ন ! CCTV ফুটেজে..

 

Beldanga News  স্থানীয়রা কী বলছেন?

স্থানীয় এক বাসিন্দা সেখ আকবর আলী জানান, এলাকায় প্রত্যেকেই আতঙ্কিত। পুলিশ ভালো করে তদন্ত করুক। বাড়ির পাশে বোমা উদ্ধার হয়েছে, যে কোন সময়ে বোমা বিস্ফোরণে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। তার দায় কে নেবে?

Beldanga News
প্রহরায় পুলিশ। উৎকণ্ঠায় স্থানীয়রা

Beldanga News  এলাকায় বোমা উদ্ধার! কী সন্দেহ?

Beldanga News  স্থানীয়দের একাংশের মতে, এই বোমাগুলি কোনও পুরনো রাজনৈতিক সংঘর্ষের সময় সেখানে লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে। মাডডা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ১ নম্বর সংসদের মেম্বার আফরোজা বিবির প্রতিনিধি রবিউল আক্তারের দাবি প্রাণনাশের আতঙ্কে রয়েছেন তিনি।  বোমা উদ্ধারের ঘটনায় তাঁর  অভিযোগ, ২০২২ সালে খুনের ঘটনা ঘটেছিল এই এলাকায়। সেই ঘটনায় আসামিরা জামিন পেয়েছে। জামিনের পরেই তারাই পরিকল্পনা করছে দুষ্কৃতিমুলক কার্যকলাপের।

আরও পড়ুন-

Samserganj Case সামসেরগঞ্জে সোনার দোকান ফাঁকা ! মাথায় হাত…

 

Beldanga News  তদন্তে বেলডাঙা থানার পুলিশ

Beldanga News  তবে পুলিশ এখনই কোনও অনুমান করতে চাইছে না। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তদন্তে নেমে বেলডাঙা থানার পুলিশ বোমাগুলির উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now