Beldanga News চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বেলডাঙার সারগাছি থেকে গ্রেপ্তার করা হল ৪ জনকে। ধৃতদের মধ্যে রয়েছে পাঞ্জাবের দুই বাসিন্দাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারগাছি বাজার এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে চলছিল কারবার। বেশ কয়েকজন যুবক সেখানে বেকার যুবকের কাছ থেকে টাকা নিয়ে ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কাজের অফার দেয়। চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকাও নেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে কাজের দাবিতে ঐ অফিসে এসে ভিড় করেন বেকার যুবকরা। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Beldanga News বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন, ধৃত চারজনের মধ্যে ভগীরথ মাহাতো নামে এক ব্যক্তি এর আগেও প্রতারণা চক্রের সাথে যুক্ত ছিল। গ্রেপ্তার করা হয়েছে বহরমপুরের বাসিন্দা নিশীথ দাস ও পাঞ্জাবের দুই বাসিন্দাকেও। তিনি আরও জানান, পুরোটাই প্রতারণা, এরা জনগণের সাথে টাকা নিয়ে স্কিল ডেভলমেন্টের নামে প্ররাতণা করে টাকা তুলে নেয়, কেউ কোন কাজ পায় নি। বিভিন্ন জায়গায় দিনের পর দিন চলেছে প্রতারণার ছক। ধৃতদের মঙ্গলবার ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুর কোর্টে পাঠানো হয়। এই চক্রের সাথে আর কারা যুক্ত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।