Beldanga News মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃতদের কোর্টে পাঠায় পুলিশ। ৯ জনকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাকি ২০ জনকে ১৪ দিনের জেল হেফাজতের পাঠান হয়েছে । পরিযায়ীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ ঘিরে শুক্রবার অশান্ত হয়ে ওঠে মহেশপুর। দফায় দফায় চলে রাস্তা অবরোধ। ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ ১২ নম্বর জাতীয় সড়ক, বন্ধ ট্রেন চলাচলও। উত্তাল বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম। শুক্রবারের পর শনিবারও অশান্ত হয়ে ওঠে বেলডাঙা। শনিবার সকাল থেকে বেলডাঙায় লাগাতার অবরোধ, তাণ্ডব চলে। বড়ুয়া মোড়ে জাতীয় সড়কে চলে অবরোধ। অন্যদিকে রেল লাইনেও চলে তান্ডব। পরে অ্যাকশনে নামে পুলিশ। এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Beldanga News ২৯ জনকে পেশ করা হয় আদালতে
Beldanga News শনিবার সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ Kumar Sunny Raj, IPS জানিয়েছিলেন বেলডাঙায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় বেলডাঙা থানায় দায়ের সুয়ো মোটো অভিযোগ হয়েছে। রুজু এফআইআর। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবারও সকাল থেকে বেলডাঙা ও রেজিনগরের বিভিন্ন এলাকায় এসপির নেতৃত্বে চলে পুলিশি টহল। এদিন পুলিশ সুপার জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ধৃতদের মধ্যে বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হচ্ছে। অশান্তিতে ২৯ জনকে গ্রেপ্তার করে রবিবার কোর্টে পাঠায় পুলিশ। পিপি ইনচার্জ বাকবুল ইসলাম জানান, ধৃতদের মধ্যে ৯ জনকে কোর্ট ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি ২০ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।
আরও পড়ুনঃ Beldanga News সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরব PM নরেন্দ্র মোদী, প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি অভিষেকের










