এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga News সিম কার্ড জালিয়াতি! পুলিশের জালে দুই ভাই

Published on: August 30, 2025
Beldanga News 

Beldanga News  সিম কার্ড জালিয়াতির অভিযোগে  মুর্শিদাবাদের বেলডাঙা থেকে গ্রেফতার  দুই ভাই। উদ্ধার হয়েছে ৩১১টি সিম কার্ড। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার বেলডাঙার ঝুনকা মোড় এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।  তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৩১১ টি সিম কার্ড ও ৪টি পুরোনো কিপ্যাড মোবাইল ফোন। ধৃত আসিক ইকবাল ও বুরহান শেখ সম্পর্কে দুই ভাই বলে তদন্তে জানা যায়। দুজনেই বেলডাঙার মহ্যমপুর বিলধরপাড়া এলাকার বাসিন্দা।

Beldanga News  সাংবাদিক বৈঠকে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান, ধৃতরা এই সিম কার্ডগুলি বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করেছিল। এগুলি বেশি দামে তারা বিক্রি করত। এসব সিম কার্ড প্রতারণা চক্রে কাজে লাগানো হত বলে দাবি পুলিশের। ধৃত আসিক ইকবালের নাম আগেও জালিয়াতিতে কাণ্ডে জড়িয়েছিল।

Beldanga News  শনিবার ধৃতদের কোর্টে পাঠায় পুলিশ। আসিক ইকবালকে হেফাজতে চাওয়া হয়। এই সিম জালিয়াতি চক্রে আর কারা যুক্ত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now