Beldanga News বেলডাঙায় জলের পাইপ নিয়ে বচসায় এই কান্ড !

Published By: Imagine Desk | Published On:

Beldanga News বেলডাঙার তেইশপল্লি ঘোষ পাড়া এলাকায় রবিবার সকালে ঘটে গেল এক ভয়ঙ্কর  ঘটনা। জলের পাইপ নিয়ে বচসার জেরে প্রতিবেশীর হাতে নৃশংসভাবে প্রাণ গেল  হলেন সীতা ঘোষ নামের এক মহিলার । অভিযোগ, প্রতিবেশী বরুণ ঘোষ ও বুলাই ঘোষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সীতা ঘোষের উপর। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বচসা ছিল।

Beldanga News কী হয়েছিল এদিন সকালে ?

ঘটনার সূত্রপাত হয় জলের পাইপ  নিয়ে বিবাদ থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা পৌরসভার Beldanga Municipality    ১৩ নম্বর ওয়ার্ডের দুই পরিবারের মধ্যে  দীর্ঘদিন ধরেই জলের পাইপ  নিয়ে সমস্যা,, বচসা  চলছিল। রবিবার সকালে পাইপ নিয়ে সীতা ঘোষের পরিবারের সঙ্গে প্রতিবেশী বরুণ ঘোষদের বচসা চরমে ওঠে। অভিযোগ, সেই বিবাদের পরেই বরুণ ঘোষ এবং বুলাই ঘোষ ধারালো অস্ত্র নিয়ে সীতা ঘোষের উপর হামলা চালায়।

Beldanga News সীতা ঘোষকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর মেয়ে রুপালি ঘোষ। গুরুতর জখম অবস্থায় দু’জনকেই স্থানীয়রা উদ্ধার করে বেলডাঙা হাসপাতাল নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে Murshidabad Medical College Hospital স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা সীতা ঘোষকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। প্রতিবেশী চম্পা হাজরা বলেন, “ অনেকদিন ধরে দুই পরিবারের মধ্যে সমস্যা চলছিল । কিন্তু এইভাবে খুনের ঘটনা ঘটবে, তা ভাবতেও পারিনি।”  পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে ।