Beldanga News মুর্শিদাবাদের বেলডাঙায় নবমীর দুপুরে একি দৃশ্য। নবমীর দুপুরে ভাগীরথীতে Bhagirathi দৃশ্য দেখে শিউরে উঠলেন স্থানীয়রা । ভাগীরথীতে উদ্ধার হল এক শিশুর দেহ। জানা গিয়েছে বুধবার দুপুরে বেলডাঙা থানার Beldanga PS মির্জাপুর মেলিনি পাড়া ফেরিঘাট এলাকায় জলের মধ্যে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রাই খবর দেয় বেলডাঙা থানায়। পুলিশ গিয়ে শিশুর দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Beldanga News আরও পড়ুনঃ বাড়ির বাগানে আপেল চাষ করে তাক লাগালেন বেলডাঙ্গার যুবক
Beldanga News মৃত শিশুর পরিচয় এখনও মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দেহের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিভাবে শিশুর দেহ ভাগীরথীতে এলো তাও খতিয়ে দেখছে পুলিশ। জলে ডুবে গিয়ে ঐ শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। স্থানীয় বাসিন্দা মনিরুল জামান বলেন, বছর তিন সাড়ে তিন হবে শিশুর বয়স। আজকে মেলেনি পাড়ার ঘাটে দেহটি উদ্ধার হয়।