Beldanga News বাইক চুরি চক্রের পর্দাফাঁস! পুলিশের হাতে চোরাই বাইক

Published By: Imagine Desk | Published On:

Beldanga News কিছুদিন ধরেই ঘটছিল চুরির ঘটনা। তদন্ত শুরু হয়। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চলে। ৭টি চোরাই বাইক উদ্ধার করল বেলডাঙা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে কারবারিকে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার বেলডাঙা থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি ক্রাইম আনন্দ মণ্ডল। তিনি জানান, বেলডাঙার কাজিসা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফফরের কাছ থেকে ৭টি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযোগ চলে। উদ্ধার হয় চুরি যাওয়া বাইক। বিভিন্ন নামিদামি কোম্পানির বাইক আছে। কারবারিকে হেফাজতে নিয়ে এর জাল কতদূর বিস্তৃত তার তদন্ত শুরু হয়েছে। এই বাইক চুরি চক্রের সাথে আর কারা যুক্ত তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শনিবার ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ।