Beldanga MLA বেলডাঙার বিধায়ক কী জবাব দিলেন হুমায়ুনকে ? হুমায়ুন এবার কি ফের পাল্টা নিশানা করবেন হাসানুজ্জামানকে ?
Beldanga MLA এবার হুমায়ুন কবিরকে জবাব দিলেন বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ Hasanuzzaman Sk । রেজিনগর, বেলডাঙা দুই সিট থেকে ২৬ এর বিধানসভা ভোটে লড়ার হুমকি দিয়েছেন হুমায়ুন কবির Humayun Kabir । হাসানুজ্জামানের পাল্টা, “ আগামী দিনে বেলডাঙায় আসুন। আমরা প্রস্তুত আছি। আমাদের কর্মীরাও প্রস্তুত আছে। দলের প্রতীকের বাইরে কেউ এলে তাঁকে এক চুল যায়গা আমরা ছাড়ব না”। তাঁর পাল্টা চ্যালেঞ্জ, অত ক্ষমতা থাকলে আবার ভরতপুরে দাঁড়িয়ে জিতুক ।
আরও পড়ুনঃ Humayun Kabir : ভরতপুরে হেরে গেলেন হুমায়ুন কবির !
Beldanga MLA কী বলেছিলেন হুমায়ুন কবির ?
সম্প্রতি হুমায়ুন কবির বলেছেন, “আমি কোন আসন থেকে প্রার্থী হব, সেটা সময় বলবে। তবে ভরতপুরে যদি দল আমাকে প্রার্থী করে, আমি দলের অনুগত সৈনিক হিসেবেই ভোটে লড়ব। এখনও ভরতপুরের কমিটি ঝুলে আছে। আমি গত ১৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে নিজের পছন্দের একটি প্যানেল জমা দিয়েছি। যদি সেই প্যানেল অনুযায়ী নেতৃত্ব ঘোষণা হয়, আমি ভরতপুর থেকেই লড়ব। তা না হলে মুর্শিদাবাদের দুটি আসন—রেজিনগর আর বেলডাঙা—থেকে লড়াই করব। দুটোতেই জিতে দেখাব, তারপর মুখ্যমন্ত্রীর কাছে যাব। জামাই আদরে তৃণমূলে ঢুকব।”
Beldanga MLA লাগাতার বেলাগাম হুমায়ুন
রেজিনগরের বিকলনগরে এক সভা থেকে বেলডাঙা, রেজিনগর, নওদার বিধায়কদের ঢোঁড়া সাপও বলেছিলেন হুমায়ুন কবির। সেই আক্রমণেরও পাল্টা দিয়েছেন বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান। ভাইফোঁটার দিনও দলের নেতাদের নিশানা করেছেন হুমায়ুন কবির।









