এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Migrant Worker Body Beldanga:মালয়েশিয়া থেকে পরিযায়ী শ্রমিকের দেহ এল বেলডাঙায়

Published on: November 6, 2025
Migrant Worker Beldanga

নিজস্ব প্রতিবেদনঃ অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) দেহ ফিরল মালয়েশিয়া (Malaysia) থেকে। গত ২৯ অক্টোবর বাইক দুর্ঘটনায় মালয়েশিয়ার এন সেম্বিলান এলাকায় মৃত্যু হয় আশরাফুল শেখের (৩৪)। বৃহস্পতিবার সকাল ৬ টায় তাঁর দেহ ফিরে এল বাড়িতে। বেলডাঙা (Beldanga) ১ ব্লকে সুজাপুর তাতলাপাড়ায় এদিন শোকের ছায়া নেমে আসে। তিনিই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। মালয়েশিয়াতে ফলের বাগানে শ্রমিকের কাজ করতেন আশরাফুল। সেখানে তিনি ৩ বছর ধরে কাজ করছেন। তবে বছর দেড়েক আগে বাড়ি এসেছিলেন।
তবে এদিন দেহ ফিরলেও ছেলেকে শেষ দেখতে যাওয়ার ক্ষমতা ছিল না তাঁর মায়ের। তিনি অসুস্থতার জন্যে শয্যাগত। বাবাও বৃদ্ধ। আশরাফুলের মেয়ের বয়স ১১ বছর।

আরও পড়ুনঃ Berhampore SIR বহরমপুরে SIR আতঙ্কের বলি !

Migrant Worker Body Beldanga কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিউর রহমান জানান, সাধারণত পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ৭-৮ দিনের মধ্যে দেহ বিদেশ থেকে বাড়িতে আনার মতো ঘটনা দেখা যায় না। যেদিন মৃত্যু হয় সেদিনই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। ভারতীয় হাই কমিশনকে জানানো হয়। যেখানে কাজ করতেন সেই কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তাঁরা দেহ এখানে আনার সব খরচ বহন করবে। কোম্পানি সহযোগিতা করেছে।

Migrant Worker Body Beldanga ভিন রাজ্যে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে আসছে। অনেক জায়গায় মৃত্যুতে পরিবার নানা অভিযোগ তুলেছে। পেটের টানে ঝুঁকি নিয়ে বিদেশ পাড়ি দেন পরিযায়ী শ্রমিকরা। প্রশ্ন উঠেছে কবে বন্ধ হবে এই ঝুঁকির পরিযান? ওমান থেকে এখনও ফিরতে পারেননি ১১ জন পরিযায়ী শ্রমিক। ওই শ্রমিকদের পরিবারের সদস্যরা কাতর প্রার্থনা করেছেন, তাঁরা ফিরে আসুক। সম্প্রতি সৌদি আরব থেকে বহরমপুর ব্লকে দু’জনের দেহ ফিরেছে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, ওমান থেকে ওই শ্রমিকরা কবে ফিরতে পারবেন সেই বিষয়ে আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্য নেই। ওমানের ওই শ্রমিকদের ফিরিয়ে আনতে প্রথম থেকে উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now