Beldanga incident পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কলকাতায় এক কোম্পানিতে কর্মরত ছিলেন। থাকতেন একটি ছোট্ট ফ্ল্যাটে। আর সেখানেই ঘটে গেল রহস্যজনক ঘটনা। ঘরের ভেতর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। বেলডাঙার যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মেরে ফেলার অভিযোগ পরিবারের। মৃতের নাম রাকেশ হোসেন। বেলডাঙার সুজাপুর তাতলা পাড়ার বাসিন্দা।
কী দাবী পরিবারের?
পরিবারের দাবী, আত্মহত্যা নয় প্রেমের সম্পর্কের জেরেই পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। দুঃসংবাদ বাড়ি আসতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় সজনেরা। মৃতের মা মানোয়ারা বিবি অভিযোগ করেন, তাঁর ছেলের সাথে এক যুবতীর সম্পর্ক ছিল। একবার বাড়িও আসে। তারপরেই এড়িয়ে যাচ্ছিল মেয়েটি। আরও অভিযোগ, নানান ভাবে বিরক্ত করা হয় তাঁর ছেলেকে।
মৃতের বাবা কী জানালেন?
Beldanga incident মৃতের বাড়িতে ভিড় এলাকাবাসীদের। মৃতদেহ বাড়ি ফেরার অপেক্ষা আত্মীয়দের। মৃতের বাবা মোহাদ্দিন সেখ বলেন, ” -ঘরের দরজা খোলা ছিল। ফ্ল্যাটের এক কর্মী এসে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ দেখতে পেয়ে খবর দেয়। ঠিক কী ঘটেছিল পুলিশি তদন্ত হোক। আসল ঘটনা সামনে আসুক।”