এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga Teacher Accident শেষ! বেলডাঙায় হাইস্কুল শিক্ষকের এ কী হল?

Published on: November 27, 2025
Beldanga Teacher Accident

Beldanga Teacher Accident বেলডাঙায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের!  বেলডাঙার(Beldanga) ভাবতায় নেতাজি স্কুলের কাছে বৃহস্পতিবার বেলা ৩ টা নাগাদ ওই ঘটনা ঘটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিক্ষককে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে বহরমপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম নগেন সরকার (৪৫)। সারগাছি মোড়লপাড়ায় তাঁর বাড়ি। প্রাথমিকভাবে অনুমান, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ Berhampore News বহরমপুরে নেশামুক্তি কেন্দ্র যুবকের দেহ

শিক্ষক কি বিএলও-র কাজ করে ফিরছিলেন?

Beldanga Teacher Accident ওই শিক্ষক স্কুল থেকে ফিরছিলেন না কি বিএলওর কাজ করে ফিরছিলেন সেই বিষয়ে এই প্রতিবেদন আপলোড করা পর্যন্ত জানা যায়নি। তবে পুলিস সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেতাজি নগর কলেজের কাছে তিনি বাইক চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেসময় তাঁকে কোনও ট্রাক ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এদিন তাঁর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

Beldanga Teacher Accident তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা বিশুরপুকুর হাইস্কুলের ওই শিক্ষক এদিন বেলডাঙা থেকে স্কুল শেষ করে বাইকে সারগাছিতে বাড়ি ফিরছিলেন। নেতাজি মোড় সংলগ্ন এলাকায় চলছিল জাতীয় সড়ক সংস্কারের কাজ। সেখানেই পিছন থেকে একটি ডাম্পার বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now