Beldanga Farmers দেরিতে হলেও বর্ষার বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকের মধ্যে। মাঠে চলছে জোরদান ধান পোতা (paddy field) ও পাট কাটার (Jute) কাজ। সপ্তাহখানেক ধরে চলছে বর্ষার বৃষ্টি। কয়েক দিন কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টির অভাবে যেখানে মাঠ ঘাট শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল সেখানে এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। পাট জাক দিতে হিমশিম অবস্থা থেকে কিছুটা নিস্তার মিলেছে চাষিদের।
এখনও ভাড়ি বৃষ্টি চাইছেন কৃষকেরা। নিচু জমিতে জল জমলেও উচু জমির ছবি আগের মতোই। বৃষ্টির অভাবে পাট চাষিরা পাট কাটতে পাড়ছিলেন না তবে কয়েক দিনের বৃষ্টিতে মাঠে জোরদার শুরু হয়েছে পাট কাটার কাজ। অন্যদিকে জল জায়গায় চলছে পাট জাক দেওয়ার কাজ।
বৃষ্টি না হওয়ায় বিঘার পর বিঘা জমি খাকায় পড়ে ছিল। তবে সেই সব জমিতে শুরু হয়েছে ধান পোঁতাও। এখন চরম ব্যবস্তা কৃষকদের মধ্যে। বৃষ্টিতে কিছুটা হলেও চাষের বাড়তি খরচ সাশ্রয় হবে বলেই মনে করছেন কৃষকেরা। তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে মন জুড়ছে না কৃষকের। আরও বৃষ্টির দিকে তাকিয়ে চাষিরা।