Beldanga Career Fair কেরিয়ারের A to Z নিয়ে অভিনব উদ্যোগ বেলডাঙার এই হাই মাদ্রাসার

Published By: Imagine Desk | Published On:

Beldanga Career Fair কেউ হতে চায় পাইলট, কেউ ইঞ্জিনিয়ার, কারও পছন্দ ডিফেন্স, কেউ স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার। কিন্তু কীভাবে হবে স্বপ্নপূরণ? কোন কোন ধাপ অতিক্রম করলে তবেই মিলবে সফল কেরিয়ারের হাতছানি! স্কুল, কলেজের গণ্ডি পেরিয়ে কীভাবে হবে প্রস্তুতি? সফল কেরিয়ার গড়ার A টু Z নিয়ে হল কেরিয়ার মেলা  Career Fair 2025। যোগ্যতা, আগ্রহ, ব্যক্তিত্বের দ্বারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ খুঁজতে সাহায্য করল হাই মাদ্রাসার ছাত্রীরাই । এক মাসের অক্লান্ত পরিশ্রম, প্রচুর গবেষণার পর অভিনব এই উদ্যোগ মুর্শিদাবাদের দেবকুণ্ড সেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসার। স্কুলের শিক্ষিকাদের গাইডেন্সে ছাত্রীরা দিল স্বপ্ন পূরণের ডাক। এমন একটি মেলা যে মেলা প্রতিষ্ঠিত হওয়ার পথ দেখাল। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম কোন স্কুলে হল কেরিয়ার মেলা। যেখানে স্কুলেরই ছাত্রীরা রীতিমতো গবেষণা করে, দিনরাত খেটে খুঁজেছে কেরিয়ারের পথ।

Beldanga Career Fair বৃহস্পতিবার এই কেরিয়ার মেলার উদ্বোধন হয় মহা সমারোহে। মেলা ঘিরে পড়ুয়াদের মধ্যেও ছিল উন্মাদনা। আকর্ষণ বাড়ায় কেরিয়ার কার্ড। কেরিয়ার ট্রি থেকে কেরিয়ার গাইডেন্সের প্রয়োজনীয়তা বোঝানো হয় একেবারে হাতেকলমে। বিভিন্ন ধরনের মডেলের প্রদর্শনীতে ফুটে ওঠে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আত্মবিশ্বাস।

Beldanga Career Fair কেন কেরিয়ার মেলার এই ভাবনা?

 

Beldanga Career Fair  দেবকুণ্ড সেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা মুর্শিদা খাতুন জানান, সবসময় চেষ্টা থাকে মেয়েদের সার্বিক উন্নতির জন্য। সারাবছর নানান কর্মসূচী হয়। পড়ুয়ারা আসে আর্থ সামাজিক ভাবে পিছিয়ে পরা ঘর থেকে। কারও বাবা পরিযায়ী শ্রমিক, অনেকের মায়েরা বিড়ি শ্রমিক। ফলে ওরা নিজেরা পড়াশোনা করে একটা সময় পরে বিয়ে হয়ে যায়। সেই জায়গাটা যাতে ধরা যায়, সেই ভাবনা থেকেই কেরিয়ার মেলার এই কর্মযজ্ঞ। স্কুলের এক দিদিমনি রুমা চৌধুরী, অন্যান্য টিচাররা মিলে এই ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা চলে।

Beldanga Career Fair  দেবকুণ্ড সেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসার সহকারী শিক্ষিকা রুমা চৌধুরী জানান, অক্লান্ত পরিশ্রম করে মেয়েরা আজ এই মেলাকে সফল করেছে। কী পড়ব? কোথায় পড়ব? কোন কোন প্রফেশনে কী যোগ্যতা ? কোথায় কোচিং, আর্থিক সহায়তায় কীভাবে মিলবে লোণ? মনের কোণে জমে থাকা হাজারো কৌতূহল, এক রাশ প্রশ্নের উত্তর রয়েছে কেরিয়ার মেলায়। যেখানে ৪০ রকম প্রফেশনের প্রায় ৬০০ র অধিক কেরিয়ার কার্ড তৈরি করা হয় । বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উৎসাহের সাথে কেরিয়ার কার্ড কেনার সুযোগ পায়। নিজের নিজের মতো পছন্দের কেরিয়ার বেছে কেরিয়ার কার্ড নির্বাচিত করে প্রত্যেকেই। অভাবনীয় এই সাড়া পেয়ে আগামী দিনেও কেরিয়ার মেলা করার আগ্রহ বেড়েছে।

Beldanga Career Fair  ১৫ টি স্কুলের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়ারা কেরিয়ার মেলায় সামিল হয়েছিলেন। সারদিন ধরেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, কেরিয়ার গাইডেন্সে হয় আলোচনা। পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়াতে হাজির ছিলেন ব্লক প্রশাসনিক আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক, এসডিপিও, আইসি, অধ্যাপক, শিক্ষাবিদ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ। প্রশাসন থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে টেকনিক্যাল- দক্ষতা উন্নয়নে পরামর্শ দেন প্রত্যেকেই।