এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga Book Fair 2025 শুরু হল বেলডাঙা বইমেলা ও পুষ্প প্রদর্শনী

Published on: February 22, 2025
Beldanga Book Fair 2025

Beldanga Book Fair 2025 বেলডাঙা বইমেলা ও পুষ্প প্রদর্শনীর উদ্বোধন হল শনিবার। মুর্শিদাবাদ জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় বেলডাঙা বইমেলা কমিটি আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব। বেলডাঙা এস আর ফতেপুরিয়া কলেজ মাঠে মেলার আয়োজন হয়েছে। বইমেলা ও প্রদর্শনী চলবে আগামী ২৭ শে ফেব্রুয়ারি অবধি।

Beldanga Book Fair 2025 বই পড়ুন, বই পড়ান, বই উপহার দিন- এই লক্ষ্যে শহর ছাড়িয়ে গ্রামে গঞ্জে, মহকুমায় এখন বই মেলার আয়োজন নজর কেড়েছে। নানান ধরনের বই পড়ার ক্ষেত্রে পাঠকরা পাচ্ছে একটি প্ল্যাটফর্ম। স্টলে স্টলে ঘুরে বিভিন্ন স্বাদের বই পড়ার সুযোগ মিলছে। বেলডাঙা বই মেলা নিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বলেন , ‘ বই মেলা হয়েছে বেলডাঙায়। এটি অত্যন্ত আনন্দের। ছাত্র ছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনীও করেছে। খুব ভালো উদ্যোগ। বই থেকেই জ্ঞ্যান অর্জন করেছি আমরা। বই পড়ুন, সমাজকে উন্নত করুন। পুষ্প প্রদর্শনীও হয়েছে।’

Beldanga Book Fair 2025 স্থানীয় জন প্রতিনিধি থেকে বিভিন্ন স্কুল কলেজের, পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা, সমাজের সকল স্তরের মানুষ বই মেলার উদ্বোধনী পর্বে হাজির ছিলেন। বিভিন্ন প্রকাশনী সংস্থা মেলায় স্টল দিয়েছে। বিভিন্ন ধরনের, স্বাদের বই রয়েছে স্টলে স্টলে। বইয়ের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now