এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga Municipality: বেলডাঙায় বাড়ি নিয়ে তৃণমূল ও বিজেপি তরজা

Published on: October 9, 2025
Beldanga Municipality

বেলডাঙায় বাড়ি তরজায় TMC-BJP

নিজস্ব প্রতিবেদনঃ বেলডাঙা পুরসভায় (Beldanga Municipality) আবাস যোজনায় (Awas Yojana) বাড়ি নিয়ে তরজায় তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। বিজেপির কাউন্সিলর সন্তোষ কুমার ঝাওয়ের অভিযোগ, পঞ্চায়েতের এক বাসিন্দাকে বাড়ি দেওয়া হয়েছে পুরসভা এলাকায়। আবাস যোজনায় হয়েছে বেনিয়ম।
সন্তোষ কুমার ঝাও বলেন, আরবান পিএমওয়াই পুর নাগরিকদের জন্যে।  কিন্তু দেখা যাচ্ছে এঁরা বিভিন্ন পঞ্চায়েতের লোককে ঘর দিয়ে ফেলছে। তার একটি নাম বলছি। সায়রা বানুর স্বামী মুজিবর রহমান। তিনি দেবকুন্ডু হাইমাদ্রাসার ভোটার। তার ভোটার কার্ড, আধার কার্ড সব আমাদের কাছে আছে। কোন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে সেই তথ্য আমাদের কাছে রয়েছে। সুরক্ষার স্বার্থে আমি সেগুলি প্রকাশ করছি না। কিন্তু সব তথ্য আমার কাছে আছে। আমি মনে করি বেলডাঙ্গা পুরসভা কর্তৃপক্ষ কোনও কিছুর বিনিময়ে এধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত।
Beldanga Municipality যদিও বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান অনুরাধা ব্যানার্জি বলেন, তাঁর চেয়ারে বসার আগেই বাড়ি বরাদ্দ হয়েছে। অভিযোগের আঙুল তুলেছেন ওই বিজেপি কাউন্সিলার ও তাঁর দাদা প্রাক্তন চেয়ারম্যান ভরত ঝাওয়ের বিরুদ্ধে ।

আরও পড়ুনঃ Bangladeshi Arrested মুর্শিদাবাদে ১ রাতে গ্রেফতার বাংলাদেশের ৬ ! কী করছিল সীমান্ত টপকে ?

Beldanga Municipality চেয়ারম্যান অনুরাধা ব্যানার্জি আরও বলেন, প্রথমে দেখতে হবে কে অভিযোগ করছেন? আমার আগে বোর্ড অফ কাউন্সিলরসে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি চেয়ারম্যান ছিলেনই। তাঁর ভাই এখন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন। কিন্তু বকলমে তিনি রাজ চালিয়েছেন। যা কিছু করেছেন তাঁরা দুই ভাই মিলেই করেছেন। ২০২১-এ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসবার আগে যা বাড়ি সরকার থেকে দেওয়া হয়েছে তার বিনিময়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে।
Beldanga Municipality চেয়ারম্যান বলেন, লিখিত অভিযোগ হলে খতিয়ে দেখা হবে। অভিযোগ হয়ে থাকে অবশ্যই তদন্ত সাপেক্ষ। সামনেই বিধানসভা ভোট। তার আগে বাড়ি রাজনীতি ঘিরে তুঙ্গে তরজা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now