এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কালী পুজোর আগে সাগরদিঘি থেকে উদ্ধার ৬১ কেজি গাঁজা, গ্রেপ্তার দুই যুবক

Published on: November 8, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কালী পুজোর আগে বাড়ছে গাঁজার রমরমা। এবার সাগরদিঘিতে উদ্ধার ৬০ কেজিও বেশি গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে কোচবিহারের দুই যুবককে। বুধবার জঙ্গিপুরে সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সাগরদিঘির মোড়গ্রামে জাতীয় সড়কে তল্লাশি চালানোর সময় একটি চার চাকা গাড়ি আটক করা হয়। সেই গাড়ি থেকে উদ্ধার হয় ৬১ কেজি গাঁজা।

এই ঘটনায় কোচ বিহারের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও জানান এই গাঁজা উত্তরবঙ্গ থেকে বহরমপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রের সাথে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠান হয়। জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সুপার, আনন্দ রায় জানান, ‘সূত্র মারফত আমাদের টিম মোরগ্রাম মোড় থেকে একটি সুইফট ডিজায়ার গাড়িকে আটক করি। এবং সেই গাড়ি থেকেই উদ্ধার হয় ৬১ কেজি গাঁজা।’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now