Beedi Workers Wage Hike ৩ বছর পর বাড়ল মুর্শিদাবাদের Murshidabad বিড়ি শ্রমিকদের Beedi Workers মজুরি। হাজার বিড়ি পিছু ২০২ টাকা মজুরি পাবেন শ্রমিকরা। এর আগে মজুরি ছিল হাজার বিড়ি পিছু ১৭৮ টাকা। ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর শেষ বার মজুরি বেড়েছিল বিড়ি শ্রমিকদের । তারপর মজুরি বাড়ে নি এক টাকাও। শেষ চুক্তি অনুযায়ী ১৭৮ টাকা হয়েছিল। ২০২১ সালের ২৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে সেই চুক্তি যদিও সরকার ঘোষিত নূন্যতম মজুরি হাজার বিড়ি পিছু ২৬৮ টাকা । তবে এদিন ২৪ টাকা বাড়ল মজুরি। হাজার বিড়ি পিছু মজুরি ঠিক হয়েছে ২০২ টাকা। মুর্শিদাবাদ জেলার প্রায় ১৩ লক্ষ বিড়ি শ্রমিক এই মজুরি পাবেন।
Beedi Workers Wage Hike- Loksabha election: লোকসভা ভোটের আগে ফের ইস্যু বিড়ি শ্রমিকরা
Beedi Workers Wage Hike এই বৃদ্ধি তাঁদের আন্দোলনের জেরে বলেই দাবি করেছেন বিড়ি শ্রমিকদের সংগঠনগুলির যৌথ সংগ্রাম মঞ্চ। এদিন শাসক, বিরোধী প্রায় সব দলের ট্রেড ইউনিয়নের নেতারা বৈঠকে ছিলেন। তবে ছিল না বিজেপি’র কোন প্রতিনিধি। এদিন অরঙ্গাবাদে বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে হয় আলোচনা। এর আগে ১৮ সেপ্টেম্বর হয় বৈঠক। তবে সেদিন কোন সিদ্ধান্ত হয় নি। ১ নভেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি। মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়খন্ডের পাকুড় জেলায় কার্যকর হবে এই মজুরি।