এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beedi Workers Wage মজুরী বাড়লেও কেন মুখ ভার বিড়ি মহল্লার ?

Published on: September 29, 2024
Beedi Workers Wage

Beedi Workers Wage  প্রায় ৩ বছর পর অবশেষে বাড়তে চলেছে মুর্শিদাবাদের Murshidabad  বিড়ি শ্রমিকদের মজুরি। শনিবার অরঙ্গাবাদে Aurangabad  হয়েছে বিড়ি মালিক ও শ্রমিক সংগঠনগুলির মধ্যে চুক্তি। ওই চুক্তি অনুযায়ী হাজার বিড়ি পিছু ২০২ টাকা মজুরি পাবেন শ্রমিকরা। ১ নভেম্বর থেকে বাড়বে মজুরি। মাত্র ২৪ টাকা মজুরী বাড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৭৮ টাকার যায়গায় মজুরী মিলবে ২০২ টাকা। তবে মজুরী বাড়লেও খুশি নয় বিড়ি শ্রমিকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য মজুরী বৃদ্ধিতে কি হবে ? প্রশ্ন তুলছেন বিড়ি শ্রমিকেরা। বিড়ি শ্রমিক রেনু বিবির কথায়, ” এই টুকু মজুরি বেড়ে লাভ কী হবে ? তেল, চালের দাম এতো বেড়ে গিয়েছে। মজুরি সেই মতো বাড়ল না।  আশা করেছিলাম অন্তত ২৩০ টাকা মজুরি হবে”।

Beedi Workers Wage  বাজারে সমস্ত কিছুর দামই আকাশ ছোঁয়া এর মাঝে দীর্ঘদিন মজুরী বাড়েনি  এতে কষ্টে রয়েছেন বিড়ি শ্রমিকরা । তবে যে মজুরি  বাড়ান হয়েছে তা দ্রুত কার্যকর হোক দাবি বিড়ি শ্রমিকদের। এর আগে ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর শেষ বার মজুরি বেড়েছিল বিড়ি শ্রমিকদের । তারপর মজুরি বাড়ে নি এক টাকাও। শেষ চুক্তি অনুযায়ী মজুরি ১৭৮ টাকা ছিল। এবার মজুরি বাড়ল ২৪ টাকা। তবে আরও মজুরী বাড়ার অপেক্ষায় বিড়ি শ্রমিকেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now