বহরমপুরে পুলিশের গাড়িতেই মার! পালাতে গিয়ে নদীতে ঝাঁপ। ছাত্রের মৃত্যুতে অভিযোগ পরিবারের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ নবগ্রামের পর এবার বহরমপুরে উঠল পুলিশের বিরুদ্ধে মারধর ও খুনের অভিযোগ। পুলিশের মারধরের মাঝেই ভ্যান থেকে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় দ্বিতীয় বর্ষের ওই কলেজ ছাত্রের, অভিযোগ বহরমপুরে। নদীতে যুবকের মৃতদেহ উদ্ধারের পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের।

রবিবার সন্ধ্যায়, বহরমপুরের সৈদাবাদ নিয়াল্লিশপাড়া ঘাট থেকে উদ্ধার হয় নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের বুন্দাইপাড়া এলাকার বাসিন্দা, বছর ২১ এর অতনু ঘোষের মরদেহ। মৃতের বাবা নির্মল ঘোষের দাবি, শনিবার বিকেলে মনীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ঘাটে গঙ্গার ধারে পুলিশের ভ্যান থেকে পালিয়ে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল অতনু। অভিযোগ, ভ্যানে তুলে বেআইনিভাবে মারধর করেছিল পুলিশ। পালাতে গিয়ে কলেজে ছাত্রকে নদীতে ডুবে যেতে দেখেও পুলিশ বাঁচায়নি, বলে অভিযোগের তীর পুলিশের দিকে। থানাতে গেলেও মেলেনি প্রশাসন তরফে কোনও সহযোগিতা। রবিবার সন্ধ্যায় সৈদাবাদ নিয়াল্লিশপাড়া ঘাট থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। নবগ্রামের পর এবার ফের আরেক যুবকের মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনছে পরিবার। উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নও।