Baranagar Tourism চারবাংলা মন্দিরের বড়নগর দেশের সেরা তালিকায়

Published By: Imagine Desk | Published On:

Baranagar Tourism দেশের সেরা পর্যটন গ্রামের তালিকায় এবার মুর্শিদাবাদ Murshidabad District  জেলায় বড়নগর।  বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় Mamata Banerjee এক্স হ্যান্ডলে জানান, এগ্রি ট্যুরিজম ক্যাটাগরিতে সেরা পর্যটন গ্রামের তকমা পাচ্ছে আজিমগঞ্জের বড়নগর। ২৭ তারিখ বিশ্ব পর্যটন দিবসে হবে পুরষ্কার প্রদান। নবগ্রামের কিরীটেশ্বরীর পর ‘সেরা পর্যটন গ্রাম’ এর তকমা পেল বড়নগর।

Baranagar Tourism এই গ্রামেই রয়েছে রানি ভবানীর বাংলো এবং চার বাংলা মন্দির। এই দু’টিই মূলত বড়নগরের আকর্ষণ। বাংলা মন্দির দেখতে বহু মানুষ গ্রামটিতে ভিড় করেন। বড়নগরের টেরাকোটা মন্দির কমপ্লেক্সের অধীনে চার বাংলা মন্দির ছাড়াও রয়েছে অন্যান্য মন্দির। শিব, কালী, বিষ্ণু প্রভৃতি বিভিন্ন হিন্দু দেবতার মন্দির এখানে রয়েছে। মন্দিরের গায়ে রয়েছে হিন্দু পুরাণের নানা ঘটনাবর্ণিত ছবি। রানি ভবানী স্বয়ং অষ্টাদশ শতকে এই মন্দিরগুলি তৈরি করিয়েছিলেন। তাঁর সময়ে এই বড়নগর গ্রামটি ‘ভারতের বারাণসী’ নামেও পরিচিত ছিল। চার বাংলা ছাড়া  ভবানীশ্বর মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, গঙ্গেশ্বর শিব মন্দির, পঞ্চমুখী শিব মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, আদ্যা মন্দির প্রভৃতি টেরাকোটা মন্দির এই গ্রামের দর্শনীয় স্থান।