Bank Strike টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক! প্রভাব পড়তে পারে ATM-এও !

Published By: Imagine Desk | Published On:

Bank Strike মার্চ মাসে টানা চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! স্বাভাবিকভাবেই রাজ্যে West Bengal বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের চূড়ান্ত দুর্ভোগের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। ব্যাঙ্ক বন্ধ থাকলে এটিএমগুলিতেও টাকা ফুরিয়ে যাওয়ার আশঙ্কা। কেন বন্ধ থাকবে ব্যাঙ্ক? জানা গিয়েছে, নিয়োগ ‘বন্ধ’ ফলে প্রতিবাদে ২দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স। আগামী সোম-মঙ্গলবার, ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাঙ্কে।

Bank Strike ব্যাঙ্ক কর্মীদের সংযুক্ত সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) আগামী ২৪ ও ২৫ শে মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার পর্যন্ত ধর্মঘটের বিষয়ে তারা অনড় থাকায় গ্রাহকরা চরম হেনস্তার মুখে পড়তে চলেছেন। কারণ, আগামী ২২ শে মার্চ চতুর্থ শনিবার, ২৩ মার্চ রবিবার। এবং ২৪ ও ২৫ মার্চ সোম ও মঙ্গলবার। ফলে টানা চারদিন বন্ধ থাকার সম্ভাবনা ব্যাঙ্ক। ইউএফবিইউ জানিয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে মীমাংসা আলোচনা ব্যর্থ হওয়ায় তারা ধর্মঘটের পথেই অটল থাকছে। সংগঠনের মূল দাবিগুলি মেনে নেওয়ার ব্যাপারে অস্বীকৃত হওয়ায় ধর্মঘটের দিন বদল হচ্ছে না। ইউনিয়নের দাবিগুলি ছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে দ্রুত কর্মী নিয়োগ করা, ব্যাঙ্কে আউটসোর্সিং কাজ বন্ধ করা এবং সপ্তাহে পাঁচদিন কর্মদিবস চালু করা। আলোচনায় এই মূল দাবিগুলি নিয়ে সমঝোতা না হওয়ায় ধর্মঘট হবেই বলে জানায় ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ।