Bank Protest : কেন বিক্ষোভ ইন্ডিয়ান ব্যাঙ্কের ব্যাঙ্ক মিত্রদের ?

Published By: Madhyabanga News | Published On:

Bank Protest:  শনিবার দুপুরে বহরমপুরের Berhampore  পঞ্চাননতলায় ইন্ডিয়ান ব্যাঙ্কের Indian Bank  জোনাল অফিসের সামনে বিক্ষোভ দেখালেন  ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে কর্মরত ব্যাঙ্ক মিত্ররা  । তাঁদের  দাবি দীর্ঘ ১২ বছর ধরে  ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে কাজ করছেন । তারপরেও হঠাৎ  কিছু বছর ধরে  ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না। কেন কাটা হচ্ছে তাদের বেতন ? সেই প্রশ্নও তোলেন ব্যাঙ্ক মিত্ররা।  এছাড়াও আরও অন্যান্য দাবি-দাওয়া নিয়ে সরব হয়েছেন ব্যাংক মিত্ররা । এইদিন মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূম জোনের মোট ১৮০ জন ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে কর্মরত ব্যাঙ্ক মিত্রের কর্মীরা বিক্ষোভ দেখান।

ব্যাঙ্ক মিত্র ইউসুফ নবীর অভিযোগ,  ব্যাঙ্ক মিত্ররা ব্যাঙ্কের সমস্ত কাজ করেন। কিন্তু তারপরেও তাদের ওপর অবহেলার শিকার হচ্ছেন তাঁরা।