Banjetia Pujo শুক্রবার দেবীপক্ষের দ্বিতীয়ায় মুর্শিদাবাদের একগুচ্ছ পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় Mamata Banerjee । এদিন বহরমপুরের মহিলাদের দ্বারা পরিচালিত পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । বানজেটিয়া অক্ষয় সমিতি মহিলা কমিটির দুর্গা পুজো উদ্বোধন ঘিরে মণ্ডপে ছিল উৎসবের আমেজ । উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা। এবছর ১৮ তম বর্ষে পা দিল এই পুজো। এবারের পুজোর থিম মধ্যপ্রদেশের চৌষট্টি যোগিনী মন্দিরের আদলে মণ্ডপ।
Banjetia Pujo মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনী অনুষ্ঠানে মণ্ডপে হাজির ছিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র , জেলা পুলিশ সুপার সুর্য প্রসাদ যাদব Shri Surya Pratap Yadav , বহরমপুরের এসডিও, বিডিও, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজনেরা। মহিলাদের দ্বারা পরিচালিত পুজোর প্রশংসা করে শারদীয়ার শুভেচ্ছা জানান সকলেই। জেলা শাসক রাজর্ষি মিত্র বলেন, ” উদ্যোক্তাদের প্রয়াসকে আমরা ধন্যবাদ জানাই। মহিলাদের দ্বারা পরিচালিত পুজোয় পুজোর প্রাণটা বেশি থাকে। এতো বছর ধরে এই পুজো হচ্ছে, এটা গর্বের বিষয়”। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সুর্য প্রতাপ যাদব বলেন, “এখানকার প্রতিমা, প্যান্ডেল সবই চমৎকার। উদ্যোক্তাদের অভিনন্দন জানাচ্ছি”।
Banjetia Pujo মহিলা পরিচালিত পুজোর পাশাপাশি বহরমপুরের আরেক নাম করা পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দ্বিতীয়ার সন্ধ্যায় বহরমপুরের খাগড়া ভৈরবতলা দুর্গা পুজো কমিটির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই মণ্ডপের ফিনিশিং টাচ দিতে তোরজোড় থাকে। মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে পুজোর সুচনা করায় উচ্ছ্বসিত আট থেকে আশি। ৬৩ বছরের পুরনো এই পুজো।