এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Banglar Bari লক্ষাধিক “বাংলার বাড়ি” মুর্শিদাবাদে, ভাঙন কবলিতদের পাট্টা জেলা প্রশাসনের

Published on: January 28, 2026

Banglar Bari  ২৮ জানুয়ারি সিঙ্গুরের সভা থেকে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সিঙ্গুরে আয়োজিত বিশেষ অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি  ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে ২০ লক্ষ উপভোক্তার জন্য ঘর তৈরির প্রথম কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করলেন।  অন্যান্য জেলার সাথেই ভার্চুয়ালি  সেই সভায় যায় মুর্শিদাবাদ।  বুধবার কালেক্টরেট ক্লাব হলে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে হয় বিশেষ আয়োজন। Banglar Bari মুর্শিদাবাদ জেলায় বাংলা বাড়ি প্রকল্পের উপভোক্তা সংখ্যা কত? জেলার ভাঙন প্রবন এলাকায় পাট্টা দেওয়া হল কতজনকে?

আরও পড়ুন- Murshidabad Itihas Utsav 2026 উৎসবের আঙিনায় ফিরে দেখা ইতিহাস, এবারও চমকে ভরা

Banglar Bari  মুর্শিদাবাদে বাংলার বাড়ি ( গ্রামীণ) পেলেন  ১,২২,৯৫৩ জন

Banglar Bari  মুর্শিদাবাদের গৃহহীন বা কাঁচা ঘরে থাকা পরিবারগুলিকে দেওয়া হল পাকা বাড়ির সুরক্ষা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সামসুর রহমান, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধিরা। সকলের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। অন্যান্য একাধিক প্রকল্প, বাংলার শস্য বিমা যোজনার আর্থিক সুবিধাও দেওয়া হয় এদিন।

বহরমপুর কালেক্টরেট ক্লাব অডিটোরিয়ামে

 

Banglar Bari কী জানালেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া?

Banglar Bari মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, মুর্শিদাবাদ জেলায় ২ হাজারেরও বেশী পাট্টা দেওয়া হয়েছে। পাট্টাগুলো যেহেতু ভাঙন প্রবন এলাকাতে অনেক মানুষ ঘর হারিয়েছেন তাদের জন্য দ্রুত পাট্টার ব্যবস্থা এবং বাংলার বাড়ি গ্রামীনের মাধ্যমে প্রায় ১ লক্ষ ২৩ হাজার বাড়ি আজকে দেওয়া হচ্ছে। পাট্টার নিরিখে মুর্শিদাবাদ জেলা ১ নম্বরে আছে।

Banglar Bari মুর্শিদাবাদে ২ হাজারের বেশী পাট্টা প্রদান

Banglar Bari মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে,  ২০২৫ সাল থেকে মোট ২,৮৫,৫৯৬ জন তালিকাভুক্ত পরিবারের যোগ্যতা নির্বাচনের মাধ্যমে মোট ২,০৭,০৫২ যোগ্য উপভোক্তা হিসবে নির্ধারন করা হয়। প্রথম পর্যায়ে ৭৭,৫২৮ উপভোক্তাকে ১,২০,০০০/ টাকা করে মোড় ৯৩০,৭৭ কোটি টাকার অনুদান দেওয়া হয় বাড়ি নির্মাণের জন্য। বাকি যে সমস্ত উপভোক্তা প্রথম পর্যায়ে অনুদান পাননি তাদের এবার দ্বিতীয় পর্যায়ে মোট ১,২২,৯৫৩ জন যোগ্য উপভোক্তাকে প্রথম কিস্তির অনুদান ৬০,০০০ টাকা করে প্রতি উপভোক্তাকে মোট ৭৪০,১৫ কোটি টাকা দেওয়া হবে। পরবর্তীতে উপভোক্তা নিয়ম অনুযায়ী লিন্টেল অবধি বাড়ি নির্মাণের কাজ শেষ করলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। দুই কিস্তি মিলে প্রায় ১, ৪৭৫ কোটি টাকা রাজ্য সরকার বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ে দেবে।

Banglar Bari বাংলার বাড়ি পেয়ে উপভোক্তারা কী বলছেন?

Banglar Bari কারও টালির চাল, কারও ভাঙা বাড়ি বাসের অযোগ্য। বহরমপুরের বিভিন্ন এলাকার এমন বহু অসহায় মানুষ বাড়ির অনুদান পেলেন। ভাঙাচোরা অবস্থার একটু উন্নতি হবে বলেই আশা করছেন তারা। বহরমপুরের পাশাপাশি  হরিহরপাড়া, সামসেরগঞ্জ, জঙ্গিপুরেও পরিষেবা প্রদান অনুষ্ঠান হয়। সামশেরগঞ্জ ব্লকের চাচন্ড গ্রাম পঞ্চায়েতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে মোট ৯৬ জন উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের অনুমোদন পত্র দেওয়া হয়। রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকেও হয় পরিষেবা প্রদান অনুষ্ঠান। জামুয়ার অঞ্চলে অনুষ্ঠান স্থল থেকেই ট্যাবলোর সূচনা করা হয়। প্রশাসনিক কর্মকর্তা থেকে জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলার বাড়ির সাথে পাট্টা দেওয়া হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now