Banglar Bari মুর্শিদাবাদে আবাসে টাকা পেলেন কতো জন ?

Published By: Imagine Desk | Published On:

Banglar Bari মুর্শিদাবাদে ৫৩ হাজার ৯৬৭  জন উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে প্রথক কিস্তির টাকা পাচ্ছেন। এই নিয়ে   বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন  তৃণমূলের All India Trinamool Congress বহরমপুর মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার।   প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাবেন উপভোক্তারা। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee  জানিয়েছেন, রাজ্যে  ১৬ লক্ষ বাড়ি বকেয়া রয়েছে।  ২০২৬ সালের আগে দুই দফায় সেই ১৬ লক্ষ বাড়ির টাকা দেবে রাজ্য সরকার।  ২০২৫ সালের  বছরের মে-জুন মাসে প্রথম ৮ লক্ষ এবং ডিসেম্বর মাসে  বাকি ৮ লক্ষ বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার ।

Banglar Bari বাঙলার বাড়ি নিয়ে কী বলেছেন মুখ্যমন্ত্রী ?

Banglar Bari  মুখ্যমন্ত্রী বলেছেন,  “ আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। সেই কথা রাখার কাজ শুরু হল। আমরা কথা রাখতে জানি।” মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পর বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার, চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী । অপূর্ব সরকারও কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে সরব হয়েছেন।

Banglar Bari
বহরমপুরে সাংবাদিক সম্মেলনে অপূর্ব সরকার রবিউল আলম চৌধুরী

Banglar Bari  সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপূর্ব সরকার বলেন, ‘দিদিকে বলো‘, ‘এক ডাকে অভিষেক’ এ জানিয়ে মুর্শিদাবাদের ১২ হাজার জনের নাম নথিভুক্ত হয়েছে।  বেলডাঙা ১ থেকে বহরমপুরের একাংশ, নওদা- ২০১৮ র তালিকায় যাদের নাম বাদ গিয়েছে সমস্ত নামই এবার অন্তর্ভুক্ত হয়েছে। মুর্শিদাবাদ জেলায় আবাস যোজনার খসড়া তালিকা প্রকাশিত হতে দেখা যায়,  প্রাথমিক তালিকায় নাম ছিল ২ লক্ষ ৯৪ হাজার ৭৮৬ জনের। এর মধ্যে  মোট তথ্য যাচাই হয়েছে  ২ লক্ষ  ৭০ হাজার ৯৯৫ জনের। বাড়ি পাওয়ার যোগ্য ৭০.১০ শতাংশ। নিষ্ক্রিয় উপভোক্তা- ৪০২০  তথ্য যাচাই জারি আছে ২৩৭৯১ । বাদ পড়েছে প্রায় ৩০ শতাংশ নাম।  এরপর গ্রাম সভার মাধ্যমে তালিকা চূড়ান্ত হয়। সেই তালিকা থেকেই প্রথম কিস্তির টাকা পাচ্ছেন ৫৩ হাজার ৯৬০  জন।