Bangladeshi Books : মুর্শিদাবাদে বই মেলায় বাংলাদেশের বই বিক্রিতে বাধা

Published By: Imagine Desk | Published On:

Bangladeshi Books বহরমপুর বই মেলায় বাংলাদেশের Bangladesh প্রকাশনার বই বিক্রিতে বাধা। বই বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। বহরমপুরে ব্যারাক স্কোয়ারে চলছে ৪৪ তম মুর্শিদাবাদ Murshidabad জেলা বই মেলা। রবিবার সন্ধ্যায় বইমেলার মাঠে একদল যুবক দাবি করেন, মেলায় বিক্রি করা যাবে না বাংলাদেশের প্রকাশনার কোন বই।

Bangladeshi Books বইমেলার মাঠে ছড়ায় উত্তেজনা

স্টলে ক্রেতার সঙ্গে তর্কেও জড়ান ওই যুবকরা। বিক্রেতাদের বলা হয়, রাখা যাবে না বাংলাদেশের প্রকাশনীর বই।  বই বিক্রেতাদেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই যুবকরা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বলে নিজেদের দাবি করেছেন। সংগঠনের নেতার দাবি, বই মেলায় বাংলাদেশের প্রকাশনীর বই বিক্রি করা বন্ধের বিষয়ে আগেই ডেপুটেশন দিয়েছিলেন তারা। এদিন স্টলে স্টলে অনুরোধ করা হয়েছে।