Bangladeshi Arrested রাজ্যে SIR তৎপরতার মাঝেই ফের গ্রেফতার বাংলাদেশি। মুর্শিদাবাদের Murshidabad রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জয়রামপুর বাঁধের ধার এলাকা থেকে গ্রেফতার করা হল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম ভাইরুল ইসলাম এবং হারুন শেখ। দুজনেই বাংলাদেশের Bangladesh চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
Bangladeshi Arrested অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ দুই বাংলাদেশির
Bangladeshi Arrested রঘুনাথগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে রঘুনাথগঞ্জ Raghunathganj এলাকায় প্রবেশ করেছিল দুজনে। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার একটি দল জয়রামপুর বাঁধের ধার এলাকায় তল্লাশি চালায়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কোন নথি বা বৈধ প্রবেশপত্র পাওয়া যায়নি। পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় দুজনকে।
আরও পড়ুন- CV Ananda Bose in Murshidabad এস আই আর, হাসিনা আবহে মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্যপাল
Bangladeshi Arrested মঙ্গলবার ধৃতদের জঙ্গিপুর কোর্টে তোলা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধৃত হারুন সেখ জানিয়েছেন- তারা রাজমিস্ত্রির কাজে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন বিনা পাসপোর্টে।

Bangladeshi Arrested মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা এই প্রথম নয়। এর আগেও জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছেন অনুপ্রবেশকারী বাংলাদেশিরা।
আরও পড়ুন- Berhampore News বহরমপুরে নেশামুক্তি কেন্দ্র যুবকের দেহ
Bangladeshi Arrested ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অনুপ্রবেশের আড়ালে অন্য কোন চক্রান্ত ছিল কিনা- সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আর কেউ তাদের সঙ্গী আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।












