এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bangladeshi arrested রানিনগরে পুজোর আগে গ্রেফতার বাংলাদেশি যুবক

Published on: October 8, 2024
Bangladeshi arrested

Bangladeshi arrested পুজোর আগেই রানিনগরে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক । এর পাশাপাশি ফেন্সিডিল সহ আরও দুজনকে ভারতের নাগরিককে  গ্রেফতার করেছে রানিনগর থানার  পুলিশ Raninagar PS । পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় সীমান্তবর্তী কামারপাড়া বাজার এলাকায় সন্দেহজনক এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের  । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে ভারতের বাসিন্দাই নয়। ওই যুবক বাংলাদেশের বাসিন্দা  । তবে ওই যুবকের কাছে ছিল না বৈধ কোন কাগজ।

Bangladeshi arrested  পুলিশ পরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে  ধৃত যুবক বাংলাদেশের রাজশাহী জেলার Rajshahi District দামকুরা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ধৃতকে ৭দিনের হেফাজত চেয়ে মঙ্গলবার লালবাগ কোর্টে তোলা হয়।

Bangladesh arrested এর পাশাপাশি রানিনগরের দাউদের মোড় থেকে ফেন্সিডিল সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ফেনসিডিল। তাদেরও আজকে কোর্টে পাঠায় পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now