Bangladeshi arrested at Lalgola জাল আধার বানিয়ে ভারতে! লালগোলায় পুলিশের জালে বাংলাদেশী Bangladesh সহ দুই

Published By: Imagine Desk | Published On:

Bangladeshi arrested at Lalgola মৃত আত্মীয়ের পরিচয়ে জাল আধার কার্ড বানিয়ে ভারতে বাস বছরের পর বছর! অবশেষে হল পর্দাফাঁস!
প্রায় সাত- আট বছর আগেই অবৈধ ভাবে ভারতে ঢুকেছিল সোহেল রানা নামে বছর ২৮ এর এক বাংলাদেশী Bangladesh যুবক! বাংলাদেশের রাজশাহি থেকে এসেছিল মুর্শিদাবাদ- বাংলাদেশ সীমান্ত লাগোয়া লালগোলায়। সেই থেকে ঘাঁটি গেড়েছিল মুর্শিদাবাদে! ভারতে ঢুকে লালগোলার আটরসিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সোহেল। পরে কেরালায় Kerala কাজেও যায়। এত কীর্তির পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সোহেল রানা।

Bangladeshi arrested at Lalgola পুলিশ সূত্রে কী জানা যায়?

Bangladeshi arrested at Lalgola  লালগোলা থানার পুলিশের দাবি, কেরালায় কাজে গিয়েই লালগোলার বাসিন্দা মৃত এক আত্মীয়ের পরিচয়ে আধার কার্ড তৈরি করে। কিন্তু আধার কার্ডে ভুল থাকায় সংশোধনের জন্য ফিরে আসে লালগোলা। এরপরেই পুলিশের র‍্যাডারে চলে আসে বাংলাদেশী যুবক। সোমবার সন্ধ্যায় লালগোলা স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই বাংলাদেশীকে।

Bangladeshi arrested at Lalgola পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে- আধার কার্ডে Aadhaar Card ভুল থাকায় ওই বাংলাদেশী লালগোলার বালিতে অলিউল আলমের কাছে ঠিক করতে যায়, তাকে সহায়তা করার অভিযোগে ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আট বছর আগেই বাংলাদেশীকে ভারতে ঢুকতে সহায়তা করার অভিযোগে জলঙ্গির এক বাসিন্দা শাহারুল মোল্লা নামে এক ব্যক্তিকেও লালগোলা থানার Lalgola Police Station পুলিশ গ্রেপ্তার করেছে রাতেই। মঙ্গলবার তিনজনকেই ৫ দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।