Bangladeshi Arrested মুর্শিদাবাদে ১ রাতে গ্রেফতার বাংলাদেশের ৬ ! কী করছিল সীমান্ত টপকে ?

Published By: CHIRANJIT GHOSH | Published On:

Bangladeshi Arrested মুর্শিদাবাদ জেলায় একই রাতে গ্রেফতার ৬ বাংলাদেশের নাগরিক । বুধবার রানিনগর থানার পুলিশ বাংলাদেশের ৪ নাগরিককে গ্রেফতার করেছে। বুধবার মধ্যরাতে ডোমকল থানার পুলিশ গ্রেফতার করেছে বাংলাদেশের ২ নাগরিককে।

Bangladeshi Arrested – আরও পড়ুনঃ রানিনগরে পুজোর আগে গ্রেফতার বাংলাদেশি যুবক

Bangladeshi Arrested বুধবার রানিনগর থানার কালীনগর ১ গ্রাম পঞ্চায়েতের হাড়ুরডাঙা এলাকায় হানা দেয় পুলিশ। গোপন সূত্রে খবর ছিল, সেখানেই আছেন বাংলাদেশের বেশ কিছু নাগরিক। পুলিশ হানা দিয়ে ৪ বাংলাদশের নাগরিককে গ্রেফতার করেছে। অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন তারা।

রানিনগরে গ্রেফতার বাংলাদেশের ৪

 

ধৃতদের নামঃ মহম্মদ তারিকুল ইসলাম ( ৩০ ) , মহম্মদ জসিমুদ্দিন ( ২৯) , মহম্মদ নুর ইসলাম (৩৬) , মহম্মদ রবিউল ইসলাম। সকলের বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলার গোদাগাড়ি থানার শহরগাছিতে।

রানিনগর থানায় দায়ের হয়েছে মামলা। বৃহস্পতিবার ধৃতদের তোলা হবে লালবাগ আদালতে।গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাতে ডোমকল থানার Domkal PS   একটি দল ভাতশালা মোড় থেকে ২ ব্যক্তিকে আটক করে।

তাঁদের নাম আকাশ সেখ ও রবি সেখ। প্রথম জনের বয়স ১৯, অন্য জনের বয়স ২০। এরা দুজনেই বাংলাদেশের করিমগঞ্জ জেলার কিশোরগঞ্জের বাসিন্দা।

Bangladeshi Arrested ধৃতদের কাছে মিলেছে বাংলাদেশের মোবাইল ফোন, বাংলাদেশের সিম কার্ডও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই যুবক স্বীকার করেছে যে কাজের সন্ধানে অবৈধ ভাবে ভারতে এসেছিল তাঁরা। দায়ের হয়েছে মামলা। .

See also  বহরমপুরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেল ৩৬ পড়ুয়া, Berhampore Students Get Student Credit Card - Government of West Bengal