Bangladeshi Arrested : মুর্শিদাবাদে একসঙ্গে গ্রেফতার ৬ বাংলাদেশের নাগরিক।

Published By: Imagine Desk | Published On:

Bangladeshi Arrested মুর্শিদাবাদে একসঙ্গে গ্রেফতার ৬ বাংলাদেশের নাগরিক। সাথে ধৃত বাংলাদেশী নাগরিকদের সহযোগী এক ভারতীয়ও।
বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার কাতলামারী ২ গ্রাম পঞ্চায়েতের ইউসুফের বটতলা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই অবৈধভাবে অনুপ্রবেশকারী ৬ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়। তাঁদের সহযোগী সন্দেহে রানীনগর থানার রাধাগোবিন্দপুরের বাসিন্দা আজরাইল সেখ নামের এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়।

Bangladeshi Arrested ধৃতদের নামঃ

1. Mohammad Abdulla (20), son of Abul Kashem, from Chairashiya, Chapai Nababganj District.
2. Ketabur (26), son of Mustakim Ali, from Mundu Mala, Tanor PS, Rajshahi District.
3. Kamaluddin (28), son of Mojibar Rahaman, from Ghunti, Godagari PS, Rajshahi District.
4. Kalimuddin (25), son of Saidur Rahaman, from Godagari, Rajshahi District.
5. Mohammad Selim (37), son of Hanif Patowari, from Nasaratpur, Dagubuiya PS, Feni District.
6. Mohammad Juel Rana (24), son of Golam Rabbani, from Debi Nagar Natungram, Chapai Nababganj District

এর মধ্যে মহম্মদ আবদুল্লাহ ও মহম্মদ জুয়েল রাণা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। ধৃত কেতাবুর, কামালুদ্দিন ও কালিমুদ্দিন রাজশাহী জেলার বাসিন্দা। আরেক বাংলাদেশি মহম্মদ সেলিম বাংলাদেশের ফেনি  জেলার বাসিন্দা।
এই ঘটনায় সুয়োমোটো কেস দায়ের করেছে রানিনগর থানার পুলিশ। ধৃতদের পেশ করা হয় লালবাগ এসিজেএম আদালতে। ৭ দিনের ফেহাজত চেয়েছে পুলিশ। কীভাবে বাংলাদেশ থেকে ভারতে এল অবৈধঅনুপ্রবেশকারীরা ? তদন্তে রানিনগর থানার পুলিশ।