Bangladeshi Arrested অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেড়িয়ে ভারতে এসে গ্রেফতার ৪১ জন বাংলাদেশের Bangladesh নাগরিক। এর মধ্যে ৪০ জন বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। এবং ১ জন চাঁপাইনবাব গঞ্জের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীতলার থানার নশীপুর গ্রাম পঞ্চায়েতের পারসাহেবনগরে হানা দেহ পুলিশ। সেখান থেকেই ৪১ জন বাংলাদেশের নাগরিককে আটক করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে 14A/14C Foreigners Act ধারায় দায়ের হয়েছে এফআইআর।
শুরু হয় জিজ্ঞাসাবাদ । ধৃতরা স্বীকার করেছেন, ভারত বাংলাদেশ সীমান্ত অবৈধভাবে পেরিয়ে ভারতে ঢুকেছিলেন তাঁরা। প্রায় ২ বছর ধরে চলছিল যাতায়াত। কখনও কানাপাড়া, চরলবনগোলা , কখনো রানিনগরের কাতলামারি, কখনও আবার লালগোলার বিরামপুর দিয়ে দেশে ঢুকেছেন তাঁরা।
Bangladeshi Arrested আরও পড়ুনঃ Bangladeshi arrested রানিনগরে পুজোর আগে গ্রেফতার বাংলাদেশি যুবক
রাজমিস্ত্রি হিসেবে চেন্নাই, ম্যাঙ্গালোরে কাজও করেছেন। পুলিশ সূত্রে খবর ভগবানগোলা থানার ২ ব্যক্তি ও মুর্শিদাবাদ থানার ১ ব্যক্তির সাহায্যে দেশের অন্যত্র কাজে যেতেন এই বাংলাদেশিরা। কিন্তু বর্ষার কারণে বন্ধ কাজ। ঠিকমতো মজুরিও পাচ্ছিলেন না। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। এর মাঝেই সোমবার তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ আদালতে পাঠানো হবে।