এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bangladeshi Arrested মুর্শিদাবাদে বাংলাদেশিদের কাছে জাল আধার ! সুর চড়াল বিজেপি

Published on: October 29, 2025
Bangladeshi Arrested

Bangladeshi Arrested মুর্শিদাবাদে বাংলাদেশিদের কাছে জাল আধার ! সুর চড়াল বিজেপি। এসআইআর আবহে অনুপ্রবেশ ঘিরে প্রশ্ন বিজেপির BJP । মঙ্গলবার সন্ধ্যায়  মুর্শিদাবাদে গ্রেফতার করা হয়েছে  বাংলাদেশের ৪ নাগরিককে । তাঁদের কাছেই উদ্ধার হয়েছে জাল আধার কার্ড। কীভাবে অনুপ্রবেশকারিদের কাছে এল জাল আধার কার্ড ? উঠছে প্রশ্ন।

Bangladeshi Arrested কীভাবে জানা গেল ?

লালবাগ মহকুমা আদালতের এপিপি অরুন কুমার পাইক জানিয়েছেন্ম   এই চার বাংলাদেশি অনুপ্রবেশকারির কাছে ছিল না কোন বৈধ ভিসা, পাসপোর্ট। অভিযোগ, বৈধ নথি ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল।  এজেন্ট মারফত ভারতে এসে বহাল তবিয়তে বসবাস চলছিল।  সন্দেহজনক চার বাংলাদেশি অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। ধৃতদের নাম মহম্মদ সামাদ, জেনারুল শেখ, সজীব ইকবাল এবং নবাব শরীফ। ধৃতরা বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা । চারজনকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুনঃ Bangladeshi Arrested ফের মুর্শিদাবাদে পাকড়াও ৪ বাংলাদেশি

তিনি আরও জানান, অরুণ কুমার পাইক জানান, ” যারা এজেন্ট আছে সেই এজেন্টগুলিকে ধরার জন্য পুলিশ হেফাজতে চেয়েছিল। ম্যাজিস্ট্রেট ৬ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। প্রাথমিক তদন্তে এদের বাংলাদেশি বলেই পাওয়া গেছে” ।

Bangladeshi Arrested উল্লেখ্য, সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ স্টেশন রোড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল চারজন, এমনটাই দাবি পুলিশের। পুলিশের সন্দেহ হওয়ায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে আসল পরিচয়। এরপরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে মুর্শিদাবাদ থানার পুলিশ। জাল আধার নিয়ে এদেশে কীভাবে? আর কারা কারা এই চক্রের সাথে যুক্ত, ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তে মুর্শিদাবাদ থানা।

Bangladeshi Arrested সুর চড়িয়েছে বিজেপি

এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষের দাবি,  বারবার বিজেপি অনুপ্রবেশকারীদের আটকানোর কথা বলেছে। কিন্তু রাজ্য সরকার বিএসএফ এর দিকে আঙুল তুলছে। পশ্চিমবঙ্গ সরকার তারকাটার বেড়া দিতে কেন্দ্রকে বাধা দিচ্ছে, জমি দিচ্ছে না, ইলেকট্রিক দিচ্ছে না, তাই আজকে অবাধে অনুপ্রবেশ হচ্ছে। জেলা জুড়ে সঠিক ভাবে তদন্ত করা গেলে অসংখ্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা যাবে। গৌরীশ্ঙ্কর ঘোষ বলেন, ” এই রকম বহু বাংলাদেশি মুর্শিদাবাদ জেলা জুড়ে রয়েছে, যারা বিভিন্ন সময়ে এজেলায় অনুপ্রবেশ করেছে। বারবার আমরা ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশকারীদের আটকানোর কথা বলেছি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিএসএফের দিকে আঙুল তুলেছে। আজকে যদি তাঁরকাটা থাকতো সীমান্তে তাহলে আঙুল উঠতো না বিএসএফের দিকে। কিন্তু রাজ্য সরকার তাঁরকাটার বেড়া দিতে বাঁধা দিচ্ছে জমি দিচ্ছে। তাই এখানে অনুপ্রবেশ ঘটছে” ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now