Bangladeshi Arrested ফের মুর্শিদাবাদের গ্রেফতার ২ বাংলাদেশি । কোন বৈধ কাগজ ছাড়াই ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের Bangladesh ওই দুই নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাতে ডোমকল থানার Domkal PS একটি দল ভাতশালা মোড় থেকে ২ ব্যক্তিকে আটক করে।
Bangladeshi Arrested আরও পড়ুনঃ – কাগজ ছাড়াই মুর্শিদাবাদে এসে গ্রেফতার ২ বাংলাদেশী
Bangladeshi Arrested তাঁদের নাম আকাশ সেখ ও রবি সেখ। প্রথম জনের বয়স ১৯, অন্য জনের বয়স ২০। এরা দুজনেই বাংলাদেশের করিমগঞ্জ জেলার কিশোরগঞ্জের বাসিন্দা।
Bangladeshi Arrested ধৃতদের কাছে মিলেছে বাংলাদেশের মোবাইল ফোন, বাংলাদেশের সিম কার্ডও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই যুবক স্বীকার করেছে যে কাজের সন্ধানে অবৈধ ভাবে ভারতে এসেছিল তাঁরা। দায়ের হয়েছে মামলা। .