এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bangladeshi Arrested মুর্শিদাবাদে এক গ্রামে গ্রেফতার ১২ বাংলাদেশি

Published on: November 28, 2025
Bangladeshi Arrested

Bangladeshi Arrested মুর্শিদাবাদে এক গ্রামে গ্রেফতার ১২ বাংলাদেশি । শুক্রবার  গ্রেফতার ১২ বাংলাদেশি। গ্রেফতার সঙ্গী ১ ভারতীয়ও। শুক্রবার ইসলামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হুড়শি গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে গ্রেফতার করা হয় ১২ জন বাংলাদেশের নাগরিককে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ফের গ্রেফতার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারি

স্থানীয় বাসিন্দা সাবের আলিকেও গ্রেফতার করে। সাবের আলির আশ্রয়েই ছিলেন ১২ বাংলাদেশি। ধৃতদের কাছে ছিল না ভারতে আসার  কোন বৈধ কাগজ। দায়ের হয়েছে মামলা। শনিবার ধৃতদের আদালতে পেশ করবে পুলিশ। চাওয়া হবে ১০ দিনের পুলিশি হেফাজত।

Bangladeshi Arrested কেন ভারতে ? তদন্তে পুলিশ

Bangladeshi Arrested ধৃতদের নাম মোঃ আউল (২৫), আব্দুল খালেক (৩৮), সুমন আলি (৩০), সুক্কুদ্দিন (২৬), খবির (১৯), শহিদুল (৩৫), মোঃ সাব্বির (২২), মোঃ জিয়ারুল হক (৩৮), মজদার আলি (৩৬), মোঃ খায়েরুল (২৭), মোঃ রনি (২৩), রুহুল আমিন (৩৪) । এরা ভারতে কেন এসেছিল ? তদন্ত করে দেখছে পুলিশ।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now